ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

যুব গেমসে ‘চ্যাম্পিয়ন’ চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ৪ মার্চ ২০২৩

যুব গেমসে ‘চ্যাম্পিয়ন’ চট্টগ্রাম

যুব গেমস

আজ শেষ দিনে উশু এবং অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতে ঢাকা বিভাগকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে প্রথম হয়েছে চট্টগ্রাম। 
শেখ কামাল যুব গেমস মূলত ভবিষ্যত তারকার মঞ্চ। খেলোয়াড় সন্ধানের গেমস হলেও দিন শেষে পদকের লড়াইটাও মূখ্য। চূড়ান্ত পর্বের প্রথম চার দিন খুলনা, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে শীর্ষস্থান দখলের ত্রিমুখী লড়াই ছিল। শেষ দু'দিন লড়াইটা হয়েছে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে। 

এই গেমসে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার পদক সংখ্যা ৪৯টি। তিনটি স্বর্ণ কম নিয়ে ঢাকা বিভাগের অবস্থান দ্বিতীয়। তিনটি স্বর্ণে ঢাকা পিছিয়ে থাকলেও দুই বিভাগের মোট পদক সমান ১৪৬।  

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চট্টগ্রামের অবদান বরাবরই বিশেষ অবস্থানে। যুব গেমসে চট্টগ্রামের শ্রেষ্ঠত্বের মাধ্যমে সেটাই প্রমাণ হলো বলে মনে করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, 'চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ। সবার আন্তরিক সহযোগিতায় আমাদের এই অর্জন। চট্টগ্রাম বিভাগের এই সন্তানরা আগামীতে দেশকে আরো সুন্দর কিছু উপহার দেবে সেই লক্ষ্যে ভবিষ্যতে কাজ করব। চট্টগ্রাম বিভাগে ক্রীড়াঙ্গনে কাজ হয় এটাও এর একটা দৃষ্টান্ত। ' 

এমএস

monarchmart
monarchmart