
পুরস্কার দিচ্ছেন বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
সোমবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সভা ঢাকা সেনানিবাসের অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান এবং বিওএ’র সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। সভায় ৬টি সিদ্ধান্ত নেয়া হয়। যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের সেফ দ্য মিশন আব্দুর রকিব মন্টু এবং তুর্কিয়ের কনিয়াতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের সেফ দ্য মিশন ড. সিরাজ উদ্দীন মোঃ আলমগীর বিওএ কর্তৃক উপস্থাপন করা হয়।
‘শেখ কামাল বাংলাদেশ যুব গেমস’ আয়োজন উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে উপদেষ্টা, বিওএ’র সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে নির্বাহী চেয়ারম্যান, বিওএর মহাসচিক সৈয়দ শাহেদ রেজাকে ভাইস চেয়ারম্যান এবং বিওএ’র উপমহাসচিব আশিকুর রহমান মিকুকে সদস্য-সচিব করে ২১ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন, ইসলামিক সলিডারিটি গেমসে আর্চারি দলের রৌপ্য এবং ব্রোঞ্জপদকপ্রাপ্ত খেলোয়াড় এবং কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে উন্নীত পুরুষ দলকে বিওএ সভাপতি কর্তৃক আর্থিক পুরস্কার প্রদান এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অলিম্পিক ও ইয়ুথ অলিম্পিকে যোগ্যতা অর্জন করলে বিওএ হতে আর্থিক পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত।