
আম্পায়ার আসাদ রউফ আর নেই
পরপারে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আসাদ রউফ। হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় প্রচারমাধ্যম ক্রিকইনফো। এ সময় রউফের বয়স হয়েছিল ৬৬ বছর।
ক্রিকেট ক্যারিয়ারে মিডলঅর্ডার ব্যাটসম্যান ছিলেন রউফ। কিন্তু দুর্ভাগ্য তার। কখনই জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটার হিসেবে খেলেছেন ৭১টি প্রথম শ্রেণী এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে ১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আসাদ রউফ। আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গণে তার অভিষেক ঘটেছিল ২০০০ সালে। শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের মধ্যকার একদিনের ম্যাচ দিয়ে।