ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিতে সুইয়াটেক ও সাবালেঙ্কার লড়াই

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:১৬, ৮ সেপ্টেম্বর ২০২২

সেমিতে সুইয়াটেক ও সাবালেঙ্কার লড়াই

পোল্যান্ডের ইগা সুইয়াটেক

ইউএস ওপেনে এরিনা সাবালেঙ্কার জয়রথ ছুটছেইটানা পাঁচ ম্যাচ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনিকোয়ার্টার ফাইনালে বেলারুশ সুন্দরী ৬-১ এবং ৭-৬ (৭/৪) ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকেজয়ের স্বাদ পেয়েছেন ইগা সুইয়াটেকপ্রথম সেটে খুব সহজেই জয়ের পর প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন পোল্যান্ডের এই তরুণী

কিন্তু শেষ পর্যন্ত অবশ্য সরাসরি সেটেই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকানিউইয়র্কের আর্থার এ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নারী এককের কোয়ার্টার ফাইনালে ইগা সুইয়াটেক ৬-৩ এবং ৭-৬ (৭-৪) গেমে পরাজিত করেন জেসিকা পেগুলাকে

জয় নিশ্চিত হতেই ২১ বছর বয়সী এই তারকা হাত থেকে র‌্যাকেট ফেলে হাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার দেনকেননা তার এই দারুণ জয়ে নিশ্চিত হয়ে গেল যে টুর্নামেন্ট শেষেও মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকবেন তিনিচলতি বছরের প্রথম দিক থেকে দাপুটে পারফর্মেন্স উপহার দিয়েছেন সুইয়াটেকফ্রেঞ্চ ওপেনসহ টানা ৬ শিরোপা জয়ের রেকর্ড গড়েছিলেন তিনি

সেইসঙ্গে জিতেছিলেন টানা ৩৭ ম্যাচতবে উইম্বলডন থেকে নিজেকে সেভাবে মেলে ধরতে ব্যর্থ হন পোলিস তরুণীকিন্তু ইউএস ওপেনে এসেই যেন স্বরূপে ফিরেছেন সুইয়াটেকএখন সেমিফাইনালে অগ্নিপরীক্ষা দিতে হবে তাকেযেখানে তার প্রতিপক্ষ এরিনা সাবালেঙ্কাচলতি মৌসুমে চতুর্থবারের মতো একে অপরের মুখোমুখি হবেন সুইয়াটেক-সাবালেঙ্কা

এদিকে পুরুষ এককে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছেন কার্লোস আলকারেজবৃহস্পতিবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ম্যারাথন ম্যাচ জিতে নজির গড়েন রাফায়েল নাদালের দেশের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়শেষ আটে আলকারেজের প্রতিপক্ষ ছিলেন প্রতিযোগিতার ১১তম বাছাই জানিক সিনারপিছিয়ে পড়েও পাঁচ সেটের ম্যাচে অনবদ্য কামব্যাকে শেষ হাসি হাসেন ১৯ বছরের আলকারেজ

×