ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে নেই রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড

আফ্রিদি আহাম্মেদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মানিকগঞ্জ 

প্রকাশিত: ০২:৪৯, ১০ জুলাই ২০২৫; আপডেট: ০২:৪৯, ১০ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে নেই রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড

ছবি: সংগৃহীত।

রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর সেমিফাইনালে পিএসজির বিপক্ষে মাঠে নামতে হচ্ছে ইংলিশ তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ছাড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠাতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে ডান পায়ের পেশির অস্বস্তির কারণে খেলতে পারছেন না তিনি।

গত সোমবার পাম বিচে দলের শেষ অনুশীলনে পেশিতে টান অনুভব করেন ট্রেন্ট। সেখান থেকেই শুরু হওয়া চোটের প্রভাব এখনো কাটেনি। এরই মাঝে দলটি কঠিন ভ্রমণ শেষে নিউ ইয়র্কে পৌঁছালেও ট্রেন্ট পুরোপুরি সুস্থ নন।

এই পরিস্থিতিতে পিএসজির বিপক্ষে ডান-ব্যাক পজিশনে খেলবেন ফেদেরিকো ভালভার্দে। যদিও দানি কারভাহাল ফিট ঘোষণা পেয়েছেন, তবে ম্যাচ ফিটনেসের ঘাটতির কারণে তাকে শুরুর একাদশে রাখা হয়নি। অপরদিকে, জাবি আলোনসোর অধীনে খুব একটা খেলার সুযোগ না পাওয়া লুকাস ভাসকেজও বেঞ্চেই থাকবেন।

শুধু ট্রেন্টই নন, মাদ্রিদের আরও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হুয়িসেনও থাকছেন না এই ম্যাচে। কোয়ার্টার ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড পাওয়ায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে সেমিফাইনালে লুইস এনরিকে’র পিএসজির বিপক্ষে মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তরুণ ডিফেন্ডারকেও।

সোর্স : অল ফুটবল।

মিরাজ খান

×