
ফুটবলে নতুন এক স্বপ্নের যাত্রা শুরু করতে যাচ্ছেন কুড়িগ্রামের তরুণ প্রতিভা আবু তালহা ও অলন্ত। ‘লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫’-এ অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন তাঁরা। এই আন্তর্জাতিক কিশোর ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দলের সদস্য হিসেবে খেলবেন তালহা ও অলন্ত , প্রতিনিধিত্ব করবেন জাফরানি স্পোর্টিং ক্লাবের হয়ে।
আবু তালহার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জোলাপাড়া গ্রামে। তাঁর বাবা আবুল কাশেম একজন মাছ বিক্রেতা এবং মা আছিয়া বেগম গৃহিণী। আর্থিক কষ্টের মাঝেও ছেলের ফুটবল খেলায় আগ্রহ ও প্রতিভাকে উৎসাহ দিয়ে গেছেন তাঁরা। বর্তমানে তালহা লালমনিরহাট সদরের বড়বাড়ী কলেজপাড়ার ফুটবল একাডেমির ছাত্র এবং কাঠালবাড়ি নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
তালহার সঙ্গে একই দলে খেলবেন কুড়িগ্রামের আরেক তরুণ প্রতিভা অলন্ত, যার বাড়ি ছিনাই ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে। অলন্তের বাবা প্রয়াত; কঠিন বাস্তবতায় বেড়ে ওঠা এই কিশোরও নিজের প্রমাণ রেখে জায়গা করে নিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে।
আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুজনই । তাদের স্বপ্ন একদিন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার।
তালহার মা বলেন, “অনেক কষ্ট করি তালহা এই জায়গায় এসেছে। আমরা চাই সে একদিন দেশের হয়ে খেলুক।”
তাদের কোচ ও বড়বাড়ী কলেজপাড়া ফুটবল একাডেমির পরিচালক এবিএম ফিরোজ সিদ্দিকী আপেল বলেন, “ আবু তালহা ও অলন্ত আমাদের একাডেমির সেরা খেলোয়াড়। প্রতিনিয়ত কঠোর অনুশীলন, সময়জ্ঞান, শৃঙ্খলা ও প্রতিশ্রুতি দিয়ে তাঁরা নিজেদের প্রমাণ করেছে। আমি বিশ্বাস করি, দুজনই অনেক দূর এগিয়ে যাবে।"
এই টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাইয়ে দেশজুড়ে অনলাইন ও মাঠপর্যায়ে বাছাই অনুষ্ঠিত হয়। গত ১৬ জুন বিকেএসপির এ্যাথলেটিকস ট্র্যাক মাঠে অনুষ্ঠিত হয় মাঠপর্যায়ের ক্যাম্প। বাছাই কার্যক্রমে বিচারক হিসেবে ছিলেন বিকেএসপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এমএ লতিফ খান, জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মামুনুল ইসলাম মামুন এবং জাহিদ হাসান এমিলি। তাদের মূল্যায়নের ভিত্তিতে গঠিত হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
‘হ্যালো সুপারস্টারস’ নামের একটি বেসরকারি ক্রীড়া সংগঠনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে এই বাছাই প্রক্রিয়া, যারা দেশের প্রতিভাবান কিশোর ফুটবলারদের খুঁজে বের করে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে কাজ করছে।
লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার শ্যামবিল পার্ক স্টেডিয়ামে আগামী ১১ থেকে ১৩ জুলাই। গত বছর এই প্রতিযোগিতা হয়েছে ইন্দোনেশিয়ায়।
তালহা-অলন্তদের এই অর্জন শুধু তাদের পরিবারের নয়, কুড়িগ্রাম তথা গোটা দেশের গর্ব। ভবিষ্যতে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের নাম আরও উজ্জ্বল করবে—এই আশাই সকলের।
Mily