ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ছোট্ট শিশুর ভালোবাসায় মুগ্ধ লিটন দাস

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:৩৪, ২১ জানুয়ারি ২০২৫

ছোট্ট শিশুর ভালোবাসায় মুগ্ধ লিটন দাস

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ক্রিকেটার লিটন দাসকে নিয়ে দেখা গেল এক আবেগঘন দৃশ্য। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট শিশুর হাতে ধরা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, "তোমার যদি কোন ফ্যান না থাকে, আমি একমাত্র ফ্যান হয়ে তোমার পাশে থাকবো।"

সম্প্রতি চট্টগ্রামে খেলতে গিয়ে গ্যালারিতে থাকা কিছু দর্শকের কাছ থেকে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল লিটন দাসকে। তবে সেই চট্টগ্রামেই এমন এক শিশুর ভালোবাসায় ভরপুর বার্তা লিটনের মন ছুঁয়ে যায়।

লিটন দাসও এই মুহূর্তটি নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভুল করেননি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শিশুটির ছবিসহ তিনি লিখেছেন, "আমার পরিবারের বাইরে আমার জন্য কেউ আছে, এই ভাবনাটা অবিশ্বাস্য।"

লিটন দাসের এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা তাকে শুভকামনা জানিয়ে প্রশংসায় ভরিয়ে দেন। শিশুটির সরল ভালোবাসা ও লিটনের বিনয়ী প্রতিক্রিয়া প্রমাণ করে, ক্রিকেট শুধু খেলা নয়, এটি ভক্তদের সঙ্গে খেলোয়াড়দের এক অটুট সম্পর্কের গল্পও।

এগিয়ে যাক লিটন দাস, এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট দল।

জাফরান

×