ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ভারতকে উড়িয়ে সমতায় অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৫, ৮ ডিসেম্বর ২০২৪

ভারতকে উড়িয়ে সমতায় অস্ট্রেলিয়া

অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে ৫ উইকেট পাওয়ার আনন্দ অজি পেসার কামিন্সের

ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়লেও বোর্ডার-গাভাস্কার ট্রফির উত্তাপে এতটুকু ভাটা পড়েনি। পার্থে দাপুটে জয়ে 
সেই উত্তাপ আরও বাড়িয়ে দেন ভারপ্রাপ্ত সেনাপতি জাসপ্রিত বুমরাহ। দ্বিতীয় ম্যাচে মাঠে ফেরেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। অ্যাডিলেড ওভালে ডে-নাইট টেস্টে দর্শকের ঢল নামে। কিন্তু ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলের লড়াইয়ে পাত্তাই পেল না সফরকারীরা! অস্ট্রেলিয়ার আগুন ঝড়নো পেস আক্রমণে মুখে ১৮০ ও ১৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস। রবিবার তৃতীয় দিন ৩.২  ওভারেই প্রয়োজনীয় ১৯ রান প্যাট কামিন্সের দল  তুলে নিল ১০ উইকট হাতে রেখে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৩৩৭। দাপুটে জয়ে পাঁচ টেস্টের সিরিজে ১-১এ সমতায় ফেরার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল অসিরা। ১৪০ রানের দারুণ ইনিংসটির জন্য ম্যাচসেরা ট্রাভিস হেড। 
শেষ ৫ উইকেটে মাত্র ৪৭ রান করে অলআউট হলে জয়ের জন্য মাত্র ১৯ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি সেটা তুলে নেন মাত্র ২০ বলে। তৃতীয় দিনে প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচটিতে সব মিলিয়ে খেলা হয়েছে মোটে ১০৩১ বল। অস্ট্রেলিয়া-ভারতের দ্বিপক্ষীয় লড়াইয়ে যা রেকর্ড সবচেয়ে কম বলের টেস্ট ম্যাচ। এই ইনিংসের আগে সর্বশেষ ১০ ইনিংসে তার উইকেট ছিল কেবল ১২টি। ইনিংসে ১৪ ওভারে ৫৭ রান দিয়ে তার প্রাপ্তি ৫ উইকেট। ম্যাচে কামিন্সের মোট উইকেট ৭টি, মিচেল স্টার্কের ৮টি, স্কট বোল্যান্ডের ৫টি। তিন অস্ট্রেলিয়ান পেসার মিলেই শিকার করেছেন ভারতের ২০ উইকেট। ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। ৫ উইকেটে ১২৮ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিন শেষ করে ভারত। তৃতীয় দিনে অস্ট্রেলিয়াকে কেউ ভোগাতে পারলে সে হতে পারতেন ঋষভ পন্থ । কিন্তু দিনের প্রথম ওভারেই ২৮ রান করা বিপজ্জনক এ ব্যাটারকে ফেরান মিচেল স্টার্ক। তখনই নিশ্চিত হয়ে যায়, ম্যাচ খুব একটা লম্বা হচ্ছে না।  
দুই দফায় জীবন পাওয়া নিতিশ কুমার রেড্ডি বাউন্ডারির পর হুক করে ছক্কা মারেন তিনি কামিন্সের শর্ট বলে। অস্ট্রেলিয়ান অধিনায়ক পরের বলেই শোধ তোলেন শর্ট বলেই তাকে আউট করে। ৬ চার ও ১ ছক্কায় ভারতীয় ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করা অলরাউন্ডারকে ফিরিয়ে টেস্টে ১৩তম বার ৫ উইকেট পূরণ হয় কামিন্সের। প্রথম ইনিংসে ১ ওভার করা নাথান লেয়নেককে এবার বল হাতেই নিতে হয়নি। ১৩১ ম্যাচের ক্যারিয়ারে এত কম বোলিং আগে কখনোই করেননি এই অফস্পিনার। 

জোবায়ের আহমেদ 

×