ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

সাকিব দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই

প্রকাশিত: ১৮:৩৩, ১ ডিসেম্বর ২০২৪

সাকিব দেশের হয়ে খেলার মতো মানসিক অবস্থায় নেই

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছেন গেল সেপ্টেম্বরে ভারত সিরিজে। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে টেস্ট ক্রিকেট ও টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিরপুর টেস্ট খেলে সাদা পোষাককে বিদায় বলতে।

সেটি সম্ভব হয়নি। এরপর থেকে বাংলাদেশের প্রতি ওয়ানডে সিরিজের আগেই সাকিবকে নিয়ে উঠছে প্রশ্ন। উইন্ডিজ সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়নি এখনও। তাই সাকিব দলে থাকছেন কি না, সেই কৌতূহল বাড়ছে। উইন্ডিজ সফরে ওয়ানডে শুরু ডিসেম্বরের ৮ তারিখ থেকে।

ঢাকার এক হোটেলে 'তারুণ্যের উৎসব' এর যাত্রা শুরুর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সেখানে সাকিবের খেলা নিয়ে প্রশ্নের উত্তরে ফারুক বলেন, 'সাকিবের ব্যাপারে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে বারবার জিজ্ঞেস করা হলে…আমি ঠিক বিব্রত না, আমি চাই সাকিব খেলুক। কিন্তু ব্যাপারটা আসলে...যে কারণে ও আসতে পারছে না, এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। তাই আমার জন্য এটার উত্তর করা খুব কঠিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত আছে তাদের ব্যাপারটা মীমাংসা করতে হবে।'

উইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলতে না পারলে আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা অনিশ্চয়তায় পড়বে তা বলাই যায়।ফারুক আরও বলেন, '(চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য) সাকিব তো এখনও আমাদের তালিকায় আছে। আমরা তো আশা করি, সে যেভাবে চাচ্ছে বা এটা যদি একটা সমাধান হয়, আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলের খেলার।'

 

শিহাব

×