ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

বাফুফের ঘোষণা

সাফজয়ী বাঘিনীরা বোনাস পাবেন দেড় কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১২, ১০ নভেম্বর ২০২৪

সাফজয়ী বাঘিনীরা বোনাস পাবেন দেড় কোটি টাকা

গতবার না পেলেও এবার ঠিকই বাফুফের কাছ থেকে বোনাস পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

সাফল্য এনে দিলে সফলদের যোগ্য মূল্যায়ন করতে হয়। এতে সফল হওয়ার জন্য অনুপ্রেরণা আরও বাড়ে। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ক্ষেত্রেও তাই হতে যাচ্ছে। ‘বাংলার বাঘিনী’ খ্যাত এই দলটিকে দেড় কোটি টাকা বোনাস দেওয়া হবে। আর শনিবার এটা ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২০২২ সালের মতো এবার ২০২৪ সালেও ‘দক্ষিণ এশিয়ার নারী বিশ্বকাপ ফুটবল’ খ্যাত সাফ নারী চ্যাম্পিয়ন হয় বাঘিনীরা। গত আসরের মতো এবারও স্বাগতিক নেপালকে হারায় তারা। শিরোপা ধরে রাখার এই সাফল্যময় প্রয়াসের পুরস্কারও পেতে যাচ্ছেন ঋতুপর্ণা-সানজিদা-মাসুরারা। তবে সাবিনা-মারিয়া-মনিকাদের হাতে কবে নাগাদ এই অর্থ তুলে দেওয়া হবে তার কোনো নির্দিষ্ট সময় জানায়নি দেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।

বাফুফে ভবনে নতুন কমিটির প্রথম সভা শেষে নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। আমরা খুব শীঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে দেব। যারা দলের সঙ্গে ছিল, প্রত্যেক সদস্যই এই অর্থ পুরস্কার পাবে।’
রূপনা-শিউলী-আফঈদারা গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতেন। নেপালে মেয়েদের সাফ ব্যস্ততার মধ্যেই ২৬ অক্টোবর ঢাকায় বহুল আলোচিত বাফুফের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি কাল বাফুফে ভবনে প্রথম সভায় মিলিত হয়। সভার আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল শামসুন্নাহার-সুমাইয়া-স্বপ্নাদের সাফ জয়।

নেপালে সাফ জিতে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের মেয়েদের দলটিকে বিমানবন্দর থেকে বিশেষ ছাদখোলা বাসে (গতবারের মতোই)  মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ওই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নারী ফুটবল দলের জন্য এক ইয়ারজান-সাগরিকাদের সংবর্ধনা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।
২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর অবশ্য তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন বাফুফের পক্ষ থেকে কোনো অর্থ পুরস্কার দিতে পারেননি সাবিনাদের। যদিও সাবেক সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক নিজেদের উদ্যোগে ৫০ লাখ টাকা করে দিয়েছিলেন কৃষ্ণা-নীলা-তহুরাদের। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তখন এক কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়েছিল।
তবে নারী ফুটবলারদের অন্য যেসব সমস্যা, যেমন : চুক্তি নবায়ন করে নিয়মিত বেতন পাওয়া, বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলা, ক্লাব ফুটবলকে শক্তিশালী করা... এসব সমস্যা বাফুফের নতুন কমিটি কবে ও কিভাবে সমাধান করবে, সেটাই এখন দেখার বিষয়।

×