ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

‘পরীক্ষা’ দিতে হবে সাকিবকে

প্রকাশিত: ১৫:৩১, ৪ নভেম্বর ২০২৪

‘পরীক্ষা’  দিতে হবে সাকিবকে

কাউন্টিতে এবার সারের হয়ে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের।

ভবিষ্যতে সাকিবকে কাউন্টিতে খেলতে নামার আগে অবশ্যই দিতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষা। ইতোমধ্যে সাকিবকে এই বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে।

এই নিয়মের ভেতর দিয়ে গিয়েই তাকে কাউন্টিতে খেলতে হবে। তবে সাকিবের জন্য এই নিয়ম শুধুই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের জন্য। আন্তর্জাতিক কিংবা অন্য কোনো ফ্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিযোগিতার জন্য নয়।

 আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ বছর কাটিয়ে দিয়েছেন সাকিব। এখন তার ক্যারিয়ারের গোধূলি লগ্ন। আর এই সময়ে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ হয়েছে তার বোলিং অ্যাকশন! আর অন্য কোনো জায়গায় নয়। শুধুই কাউন্টির জন্যই কেন এমন বিধান?

আসলে বাংলাদেশের হয়ে পাকিস্তানে টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব। এবার তিনি ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি। বল হাতে সাকিব এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন।

আসলে বাংলাদেশের হয়ে পাকিস্তানে টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন সাকিব। এবার তিনি ক্লাব সারের হয়ে প্রথমবারের মতো খেলেন। অভিষেকেই জানান দেন নিজের উপস্থিতি। বল হাতে সাকিব এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে আলোচনার সৃষ্টি করেন।

তবে ওই ম্যাচের শেষে প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন। ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ারের কেউ একজন ম্যাচ রেফারির কাছে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ম্যাচ রিপোর্টে সেটা রেফারি উল্লেখ করেছেন। পরে তদন্ত করা হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনস্থ কাউন্টি চ্যাম্পিয়নশিপ কর্তৃপক্ষ।

 

 

ইসরাত

×