ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

প্রথমবার সেরা তিনে মিরাজ, শীর্ষে রাবাদা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৩, ৩১ অক্টোবর ২০২৪

প্রথমবার সেরা তিনে মিরাজ, শীর্ষে রাবাদা

মিরাজ

দলের চরম বিপর্যয়ে ব্যাট হাতে মেহেদি হাসান মিরাজের লড়াকু ইনিংসের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন তিনি। তার রেটিং পয়েন্ট এখন ২৯৪। শীর্ষে রবিন্দ্র জাদেজা (৪৩৪) ও দুইয়ে আরেক ভারতীয় রাবিচান্দ্রন আশ্বিন (৩১৫)। অপরদিকে ঢাকা টেস্টে বাংলাদেশকে গুঁড়িয়ে প্রথম টেস্টে ৯ উইকেট নেওয়া কাগিসো রাবাদা উঠে এসেছেন টেস্ট বোলারদের শীর্ষে।

তিন ধাপ এগিয়েছেন তিনি। একই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে অবদান রাখতে না পারলেও বোলিংয়ে অবদান রেখেছেন মেহেদি হাসান মিরাজ। পরে দ্বিতীয় ইনিংসে সবার ব্যর্থতার মাঝে খেলেন ৯৭ রানের ইনিংস। তারই পুরস্কার পেলেন এই স্পিনিং-অলরাউন্ডার। 
মিরপুরে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নেন মিরাজ। পরের ইনিংসে উইকেট না পেলেও খেলেন ৯৭ রানের ইনিংস। অপরদিকে এই টেস্টে না খেলা সাকিব আল হাসানের হয়েছে অবনতি। ২৮০ রেটিং পয়েন্ট নিয়ে চারে আছেন তিনি। এদিকে ২০১৮ সালের জানুয়ারির পর ফের টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন রাবাদা।

×