সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমসের উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা
আজ বুধবার থেকে সাভারের জিরানির বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হয়েছে তিন দিনব্যাপী “সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস”-এর প্রথম আসর। এ গেমসের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম, এসজিপি, এসইউপি (বার)।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম।
এই গেমসে শ্রীলঙ্কা, ভারত এবং নেপালের ১০০ স্কুল অ্যাথলেট অংশগ্রহণ করছেন। তারা তায়কোয়ান্দো, উশু এবং কারাতে ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন।
গেমসটির আয়োজন করেছে সাউথ এশিয়ান স্কুল স্পোর্টস ফেডারেশন। বাংলাদেশ স্কুল স্পোর্টস এ্যাসোসিয়েশনের সহযোগিতায় এটি পরিচালিত হচ্ছে বিকেএসপিতে।
রুমেল খান