মেয়েদের বিশ্বকাপে দাপট চলছেই ব্রাজিলে
অনূর্ধ্ব-২০ মেয়েদের বিশ্বকাপে দাপট চলছেই ব্রাজিলের। বুধবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শক্তিশালী ফ্রান্সকে। শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণে রাখা ম্যাচের ৭ মিনিটে ব্রাজিলকে প্রথম গোল উপহার দেন নাথালিয়া ভেন্দিতো।
ম্যাচের ১৯ মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন তিনি। ম্যাচের বয়স যখন ৭৫ মিনিট তখন সেলেসাওদের হয়ে ফ্রান্সের জালে শেষ পেরেকটি ঠুকে দেন প্রিসিলা দা সিলভা। দিনের আরেক ম্যাচে কানাডা ৯-০ গোলে পরাজিত করেছে ফিজিকে। প্রথম ম্যাচে ব্রাজিলও একই ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ফিজিকে।