
সাকিব আল হাসান
এ বছর টেস্ট খেলেননি তাসকিন আহমেদ। কাঁধের ইনজুরির কাটিয়ে ফেরার পর তিনি টেস্ট থেকে বিরতিতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে। এখন তাসকিন নিজেও অনুভব করছেন টেস্ট খেলতে পারবেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও বুধবার গণমাধ্যমকে জানালেন, টেস্ট খেলানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এ ডানহাতি পেসারকে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই দেখা যেতে পারে তাকে। টি২০ বিশ^কাপের পর দীর্ঘদিন দেশের বাইরে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।
এখন কানাডার গ্লোবাল টি২০ খেলছেন। বাংলা টাইগার্স মিসিসগাকে মঙ্গলবার রাতে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় এনে দিয়েছেন অধিনায়ক সাকিব। কিন্তু এক বাংলাদেশী তরুণের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তর্কে জড়িয়ে সাকিবের বলা কথা সঠিক হয়নি বলে মনে করেন জালাল। তিনি জানিয়েছেন পাকিস্তান সিরিজ খেলবেন এ অলরাউন্ডার। একই সঙ্গে এই সফরে স্পিনারদের কোচ হিসেবে মুশতাক আহমেদকেও পাওয়া যাবে বলে জানিয়েছেন জালাল। দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রিকেট তারকারা কিছু না কিছু মন্তব্য করেছেন। তবে সাকিব একেবারে চুপচাপ।
তারই রেশ দেখা গেছে মঙ্গলবার কানাডায় গ্লোবাল টি২০ আসরে। ব্যাট হাতে ১৫ বলে ২৪ আর বল হাতে ২ ওভারে ৩০ রানে ১ উইকেট নিয়ে দলের জয় নিয়ে ফেরার পরও তাই সাকিব এক বাংলাদেশী ভক্তের প্রশ্নের মুখে পড়েন। এ সময় তর্ক করতে গিয়ে দুইবার সাকিব সেই ভক্তকে বলেন, ‘আপনি দেশের জন্য কি করেছেন?’ এ বিষয়ে জালাল বলেন, ‘এটা বলে থাকলে ঠিক করেনি। সবারই সব জায়গা থেকে অবদান আছে।’ আগামী ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল দুই টেস্ট খেলতে।
এই সিরিজে সাকিব থাকবেন জানিয়ে জালাল বলেছেন, ‘সে খেলবে, বোর্ডের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে আমার সঙ্গেও। সময় যদি না থাকে সে দুবাই থেকে সরাসরি চলে যাবে। অথবা সে ঢাকায় এসে দুই-একদিন প্র্যাকটিস করে তারপর টিমের সঙ্গে যোগ দিতে পারে।’ এই সফরে পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার মুশতাককে কোচ হিসেবে পাওয়া যাবে।
এ বিষয়ে জালাল বলেছেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাক থাকছেন। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য পারছে না বাকি সিরিজগুলোয় থাকতে। আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার।’ এদিকে তাসকিনও লাল বলে অনুশীলন করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তার টেস্টে ফেরার বিষয়ে জালাল বলেছেন, ‘তাসকিনের কালকে (মঙ্গলবার) একটা পর্যালোচনা ছিল, সেটা হয়ে গেছে। ওকে বিবেচনা করা হচ্ছে যেটা নির্বাচকদেরই চাওয়া। তো ওকে বিবেচনা করা হচ্ছে। ওকে লাল বলের বিবেচনায় রেখেছেন নির্বাচকরা।’