ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

জার্মান লিগে খেলতে গেলেন হকি তারকা রোমান ও মাহবুব

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৮, ২৩ এপ্রিল ২০২৪

জার্মান লিগে খেলতে গেলেন হকি তারকা রোমান ও মাহবুব

জার্মান লিগে খেলতে যাওয়া দুই হকি তারকা মাহবুব হোসেন ও রোমান সরকার

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেলেন জাতীয় দলের দুই তারকা হকি খেলোয়াড় মিডফিল্ডার রোমান সরকার ও ফরোয়ার্ড মাহবুব হোসেন। দেশের গ-ি পেরিয়ে প্রথমবার বিদেশী লিগে খেলার আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এ দুই চৌকষ খেলোয়াড়। জার্মানির এভি বুবলিনজেন হকি ক্লাবের (বুন্দেসলিগা হকি) হয়ে খেলবেন তারা। লিগে অংশ নিতে আজ ভোরে জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন রোমান ও মাহবুব। লিগ শেষে জুলাইয়ে দেশে ফেরার কথা আছে তাদের।
এক যুগের বেশি সময় ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক হকিতে দেশের প্রতিনিধিত্ব করছেন রোমান সরকার। ২০২২ সালে প্রথমবার আয়োজিত ফ্রাঞ্চাইজি হকি লিগে আইকন খেলোয়াড় হিসেবে মেট্রো এক্সপ্রেস বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর থেকে আর বাদ পড়েননি এ মিডফিল্ডার। প্রথমবার জার্মান লিগে খেলতে যাওয়া প্রসঙ্গে রোমান বলেন, ‘এটা অনেক বড় সম্মানের।

জার্মানিতে আমাদের সিনিয়র অনেকে এর আগে খেলেছেন। তারা দেশকে সম্মানিত করেছেন। সেই ধারাবাহিকতায় এবার আমি ও আমার দুই জুনিয়র সতীর্থ (মাহবুব হোসেন ও সোহানুর রহমান সবুজ) খেলার আমন্ত্রণ পেয়েছি। আমি আর মাহবুব জার্মানি যাচ্ছি। সবুজ এই মুহূর্তে বাংলাদেশ বিমানবাহিনীর হয়ে ভারতে অবস্থান করছেন। পরে হয়তো তিনিও অংশ নেবেন।

সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেন আমরা দেশবাসীর মুখ উজ্জ্বল করতে পারি। দেশের পতাকার মান উঁচুতে তুলে ধরতে পারি। আমরা এমন একটা অবস্থান সেখানে তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে জার্মান লিগে বাংলাদেশের প্রতিনিধির সংখ্যা আরও বৃদ্ধি পায়।’
একই অভিমত মাহবুব হোসেনেরও। তিনিও দেশবাসীসহ হকিপ্রেমী ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন। এবারের প্রিমিয়ার লিগ হকিতে আবাহনী লিমিটেডের জার্সিতে খেলেছেন রোমান সরকার। মাহবুব ছিলেন ঊষা ক্রীড়া চক্রের টেন্টে। লিগের মাঝপথেই জার্মানিতে খেলার আমন্ত্রণ পান তারা। বুবলিনজেন হকি ক্লাবের কোচ টমাস থাউনারের কাছ থেকে এ আমন্ত্রণ পত্র আসে বাংলাদেশ হকি ফেডারেশন বরাবর। যাওয়াত থেকে থাকা-খাওয়া সম্পূর্ণ খরচ জার্মান ক্লাব বহন করছে।

এরপর সম্মানীর বিষয় তো থাকছেই। এ ব্যাপারে রোমান বলেন, ‘সফরে আমাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। সব কিছুই জার্মানির ক্লাব থেকে দেওয়া হচ্ছে। লিগের সূচি এখনো হাতে পাইনি। আমরা সেখানে গিয়ে দলের সঙ্গে আগে অনুশীলনে যোগ দেব। যথাসম্ভব চলতি মাসের একেবারে প্রান্তিকে লিগ শুরুর কথা। আমাদের আগে-ভাগে নেয়া হচ্ছে যাতে কন্ডিশন এবং দলের সঙ্গে মানিয়ে নিতে পারি।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে আমরা টানা ম্যাচ খেলেছি। লিগ শেষে যে দুদিন সময় পেয়েছি সেখানেও আমরা অনুশীলনে সময় ব্যয় করেছি। জার্মান লিগে আমাদের খেলার সুযোগ করে দেওয়া জন্য সবার প্রতি আমার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।’

×