ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

আইপিসির পূর্ণ সদস্যপদ পেল এনপিসি বাংলাদেশ

প্রকাশিত: ১৯:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আইপিসির পূর্ণ সদস্যপদ পেল এনপিসি বাংলাদেশ

প্যারা অলিম্পিক কমিটির পূর্ণ সদস্যপদ পেল এনপিসি বাংলাদেশ।

সমাজের বিশেষ ক্রীড়াবিদদের উন্নয়ন-উন্নতি এবং একই সঙ্গে সমাজে তাদের অবস্থানকে সুদৃঢ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি। সংক্ষেপে যা এনপিসি বাংলাদেশ নামে সকলের নিকট পরিচিত, সমাদৃত। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঐকান্তিক সহযোগিতায় সমাজে পিছিয়ে পড়া, অবহেলিত এক গোষ্ঠীর ভাগ্যান্নয়নে আন্তরিকভাবে, সফলতার সঙ্গে নিজেদের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন এনপিসির নির্বাচিত ১৩ সদস্যের কমিটি। 

কাজ করলে এর স্বীকৃতি, পুরস্কার অবধারিত। সেটাই ২৯ সেপ্টেম্বর হাতে-নাতে পেয়েছে এনপিসি বাংলাদেশ। আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির (আইপিসি) পূর্ণ সদস্যপদ পেল বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি, এনপিসি বাংলাদেশ। বাহরাইনের মানামা শহরে ২৭- ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত আইপিসির বার্ষিক সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 
সভায় এনপিসি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান। আইপিসির সাধারণ এ সভায় বাংলাদেশ ছাড়াও এনপিসি সৌদি আরব, এনপিসি কসোভো এবং ইন্টারন্যাশনাল বায়াথলন ইউনিয়নকে (আইবিইউ) পূর্ণ সদস্যপদ প্রদান করা হয়।

আইপিসির পূর্ণ সদস্যপদ পাওয়াতে জাতীয় প্যারা অলিম্পিক কমিটি বাংলাদেশ দারুণভাবে লাভবান হলো। এর ফলে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য কোন আন্তর্জাতিক প্যারা স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এখন বাংলাদেশের আর কোনো বাধা রইল না। এত বড় সাফল্যে দারুণ খুশি এনপিসির বাংলাদেশের সদস্যরা। খুশি বাংলাদেশের প্যারা ক্রীড়াবিদরাও। এমন অর্জনকে নিজেদের কমিটির অনেক বড় সাফল্য বলে উল্লেখ করেছেন বাংলাদেশ প্যারা ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক তারকা শাটলার, জাতীয় কোচ এনায়েত উল্লাহ খান। 

এনপিসির প্রেসিডেন্ট ভেলরি টেইলর, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আব্দুস সালাম, মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য মাহামুদুর রহমান রানা, সদস্য বশির আল হোসেন, সদস্য পাপ্পু মোদকসহ এনপিসির নির্বাচিত কমিটির সবাই এই সাফল্যের সমান অংশীদার।
 

এম হাসান