মোহাম্মদ শামি ও তার স্ত্রী।
স্ত্রী নির্যাতনের মামলায় ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। ২ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে ভারতীয় এই বোলারের জামিন মঞ্জুর করা হয়।
শামির আইনজীবী সেলিম রহমান বলেন, ‘শামি ও তার দাদা হাসিম আদালতে হাজিরা দিয়েছিলেন। তারা জামিনের আবেদন করলে আদালত সেই তা মঞ্জুর করে।’
২০১৮ সালের ৮ মার্চ শামি এবং তার দাদার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে যাদবপুর থানায় এফআইআর করেন হাসিন। ২০১৯ সালের ২৯ আগস্ট শামির বিরুদ্ধে গ্রেপ্ততারি পরোয়ানা জারি করেন আলিপুরের এসিজেএম কোর্ট। ওই বছর ৯ সেপ্টেম্বর আলিপুর জেলা দায়রা আদালত ওই নির্দেশে স্থগিতাদেশ দেয়। এই অবস্থায় প্রায় চার বছর ধরে মামলাটি বিচারাধীন রয়েছে।
পরে জেলা দায়রা বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। বিচারপতি শম্পা সরকার নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখলে ক্রিকেটারের স্ত্রী সুপ্রিম কোর্টে যান। গত মাসে শীর্ষ আদালত জানায়, এক মাসের মধ্যে সব পক্ষের বক্তব্য শুনে দায়রা বিচারককে মামলাটির নিষ্পত্তি করতে হবে। সেই মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে আলিপুর জেলা আদালতে মামলাটির শুনানি হয়। সেই মামলার শুনানিতেই শামিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
এর আগে বিবাহ বিচ্ছেদ মামলায় ২০১৮ সালে শামির কাছে খোরপোষ হিসেবে সাত লাখ টাকা দাবি করেছিলেন হাসিন। পরে মেয়ের পড়াশোনার খরচ চালাতে তিনি আরও ৩ লাখ টাকা চান। প্রথমে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। পাঁচ বছর লড়াইয়ের পর চলতি বছরের ২৩ জানুয়ারি রায় হয় সে মামলায়। যেখানে শামির বিরুদ্ধে জিতেন মডেল-অভিনেত্রী হাসিন। ফলে সাবেক স্ত্রীকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা খরচ দিতে হতো শামির।
এম হাসান