
ম্যাচ। ছবি: সংগৃহীত
জুনিয়র এশিয়া কাপ হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে বিশ্বকাপের স্বপ্ন ধূলিস্মাৎ হয়েছে বাংলাদেশের। এখন খেলতে হচ্ছে স্থান নির্ধারণী ম্যাচ। মঙ্গলবার পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে শুরুতে থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ওমানের সালালাহতে ম্যাচ ঘড়ির ১ মিনিটে বাংলাদেশ প্রথম গোল করে এগিয়ে যায়। ১০ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন।
দুই গোলে পিছিয়ে থেকে থাইল্যান্ড এক গোল শোধ দেয়। ১৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পুমি কৃষ্ণা গোল করেন।
পরের মিনিটে আক্রমণ থেকে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। রকিবুল হাসান আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন।
৫৭ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল পায়। পেনাল্টি কর্নার থেকে মোহাম্মদ হোসেন লক্ষ্য ভেদ করে থাইদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। বাকি সময়ে কোনো দলই আর গোলের দেখা পায়নি।
বৃহস্পতিবার পঞ্চম থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দল জাপানের।
এসআর