
দিনা স্মিথ
ইনজুরির কারণে গত বছর কমনওয়েলথ গেমস মিস করা দিনা স্মিথ ফিরলেন দোর্দ- প্রতাপে। জার্মানিতে চলতি ওয়ার্ল্ড ইন্ডোর গেমসে প্রমীলাদের ৬০ মিটার দৌড়ে নিজ দেশ ব্রিটেনের হয়ে গড়লেন নতুন রেকর্ড। ২৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ সুন্দরী সময় নিয়েছেন ৭.০৪ সেকেন্ড। আগের ইংলিশ রেকর্ডটি ছিল আশা ফিলিপসের, ২০১৭ ইউরোপিয়ান টাইটেল জয়ের পথে তিনি সময় নিয়েছিলেন ৭.০৬ সেকেন্ড।
ইন্ডোরে এদিন ৭.০৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন পোল্যান্ডের এওয়া সোওবদা। ৭.১১ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় সুইস স্প্রিন্টার মুজিঙ্গা কাম্বুন্দজি। দ্বিতীয় হিটে ৭.০৭ সেকেন্ড সময় নিয়ে ৬০ মিটারের ফাইনাল উঠে এসেছিলেন দিনা স্মিথ। আর ফাস্ট হিটে এওয়া নেন ৭.০৯ সেকেন্ড।
গত কয়েক মৌসুম ধরেই আলোচনায় ছিলেন। ২০১৯ গেটসহেড ডায়মন্ড লিগেও পারফর্ম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন। চমকপ্রদ পারফর্মেন্স উপহার দিয়েই ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্রেট ব্রিটেনের এই সফল প্রতিনিধি। ফিনিশিংস লাইন ছুঁয়েছিলেন ১১.৩৫ সেকেন্ডে। এরপর দোহায় অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপটাও ভুলতে পারবেন না দিনা এ্যাশার-স্মিথ কিংবা রেকর্ডের পাতা থেকে মুছতে পারবে না গ্রেট ব্রিটেন। দোহার ট্র্যাক অ্যান্ড ফিল্ড মঞ্চটা যেন উদারহস্তে সবকিছু দিয়েছিল দিনা স্মিথকে। ২০০ মিটার স্প্রিন্টে প্রথম ব্রিটিশ ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হিসেবে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন।