ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রকাশিত: ১৭:৫৫, ৯ নভেম্বর ২০২২; আপডেট: ১৮:০৬, ৯ নভেম্বর ২০২২

নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাকিস্তানি ক্রিকেটারদের উচ্ছ্বাস

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৫ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। 

এই জয়ের ফলে ২০০৯ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখে পাকিস্তান। ওই সময় শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা। ২০০৭ সালেও ফাইনাল খেলার সৌভাগ্য হয়েছিল দলটির। তবে ভারতের কাছে হেরে রানার্স-আপ হয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হয় পাকিস্তানকে।  

১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই ফিরতে পারতেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু উইকেটের পেছনে তার ক্যাচ ফেলে দেন ডেভন কনওয়ে। পুরো ম্যাচ জুড়েই কিউইরা ফিল্ডিং ভালো করতে পারেনি।  

জীবন পাওয়ার পর ১০৫ রানের উদ্বোধনী জুটি পায় পাকিস্তান। ৪২ বলে ৫৩ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট হন বারব। আরেক উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও হাফ সেঞ্চুরি তুলে নেন। ৪৩ বলে ৫৭ রান করে তিনিও শিকার হন বোল্টের বলে।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ড ৩৩ রানে পান দুইটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি উদ্বোধনী ব্যাটসম্যান ফিন অ্যালেন। চার রানেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে ছিটকে পরেন তিনি। ডেভন কনওয়ে ২১ রানে রান আউট হয়ে ফিরে যান সাজঘরে। পট অর্ডারে ক্যান উইলিয়ামসনের ব্যঅট থেকে আসে ৪৬ রান। ড্যারেল মিচেল অপরাজিত থাকেন ৫৩ রানে।
১২ বলে ১৬ রান আসে জিমি নিশামের ব্যাটে। 

পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে দুই উইকেট নেন শাহিন শাহ।

এসআর

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার