ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে নামার আগে যে সুবিধা পেল ভারত

প্রকাশিত: ২০:০৬, ৭ নভেম্বর ২০২২

সেমিফাইনালে নামার আগে যে সুবিধা পেল ভারত

ভারতীয় ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। অন্য দিকে বড় ধাক্কা ইংল্যান্ড দলে। চোটের কারণে আগামী বৃহস্পতিবারের ম্যাচে অনিশ্চিত ইংলিশদের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা। ফলে উদ্বেগে জস বাটলাররা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কুঁচকিতে গুরুতর চোট পেয়েছেন মালান দাউইদ মালান। তাই রোহিত শর্মাদের বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না তিনি। তার চোট সারতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তাই আগামী বৃহস্পতিবার তাঁকে ছাড়াই ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ বেছে নিতে হবে বাটলারদের। 

সতীর্থের চোট নিয়ে ইংল্যান্ডের সহ-অধিনায়ক মইন আলি বলেছেন, ‘গত কয়েক বছর ধরেই আমাদের দলের সেরা ব্যাটার মালান। ওকে দেখে আমাদের এক দমই ভালো লাগছে না। রবিবার মালানের চোটের জায়গার স্ক্যান করানো হয়েছে। ওর চোট নিয়ে বিস্তারিত বলতে পারব না। দলের চিকিৎসকরা ওর পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে আমাদের বিষয়টা ভালো ঠেকছে না।’

মইন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে মালানের খেলার কোনো সম্ভাবনা নেই। ইংল্যান্ড ফাইনালে উঠলে কি মালান খেলতে পারবেন? মইন জানিয়েছেন, এখনই কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। 

তিনি বলেন, ‘সেমিফাইনালে আমরা পিছিয়ে থেকে শুরু করব। গত এক বছর ধরে ভারত দুর্দান্ত ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের পারফরম্যান্সের দিকে তাকান। ওরা সব থেকে ভাল খেলছে। আমাদের মেনে নিতে কোনও অসুবিধা নেই সেমিফাইনালে ভারতই এগিয়ে।’ 

দলের একাধিক ক্রিকেটারের চেনা ছন্দে না থাকা সেমিফাইনালের আগে উদ্বেগ বাড়াচ্ছে এক দিনের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়নদের। ছন্দে নেই অধিনায়ক বাটলারও। একাধিক বোলারকেও চেনা ছন্দে দেখা যাচ্ছে না। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে উদ্বেগ বাড়ছে।

এমএইচ

×