ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

প্রকাশিত: ১৭:৫৩, ৬ নভেম্বর ২০২২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

তিন উইকেট শিকারের পর রবিচন্দ্রন অশ্বিন

মেলবোর্নে প্রতিপক্ষকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে পা রাখলো ভারত। সুপার টুয়েলভপর্বে নিজেদের শেষ ম্যাচে তারা জিম্বাবুয়েকে হারিয়েছে ৭১ রানের বিশাল ব্যবধানে।

১৮৭ রানের বড় লক্ষ্য। ভারতীয় বোলারদের তোপে রান তাড়ায় কখনই ছিল না জিম্বাবুয়ে। ৭.৩ ওভারে ৩৬ রান তুলতে হারায় ৫ উইকেট। এরপর রায়ান বার্ল আর সিকান্দার রাজাই যা একটু চেষ্টা করেছেন।

বার্ল ২২ বলে ৩৫ রান করেন, রাজা ২৪ বলে করেন ৩৪। কিন্তু তাদের ওই ইনিংসগুলো পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৭.২ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ২২ রানে ৩টি উইকেট। দুটি করে উইকেট হার্দিক পান্ডিয়া আর মোহাম্মদ শামির।

এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ঝড় তুললেন রাহুল। সেই ঝড়কে পেছনে ফেলে টর্নেডো চালালেন সূর্যকুমার যাদব। এই যুগলের জোড়া ফিফটিতে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

এমএইচ

×