ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ-ভারত ম্যাচ

ভারতীয় বোর্ড সভাপতির পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার

প্রকাশিত: ১৯:৪৪, ৫ নভেম্বর ২০২২

ভারতীয় বোর্ড সভাপতির পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার

আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বজুড়েই।

বাংলাদেশ-ভারত ম্যাচ শেষ হওয়ার পরও বিতর্ক যেন শেষই হচ্ছেনা। ওই ম্যাচে আম্পায়ারের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বজুড়েই। এমনকি অনেকেই বলছেন, আইসিসি ভারতের পক্ষ টেনেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিই যেমন সরাসরি অভিযোগ তুলেছেন, ভারতকে সেমিফাইনালে তোলার চেষ্টায় মরিয়া আইসিসি ভিজে মাঠে বাংলাদেশকে ব্যাট করতে বাধ্য করেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ভারতের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে প্রকারান্তরে দাবি তোলা হয় পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের পাওয়ার হাউস হিসেবে মেনে নিয়েও আইসিসির পক্ষপাতিত্বের অভিযোগ মানতে নারাজ তিনি।

সংবাদ সংস্থা এএনআইকে বিনি বলেন, ‘(এমন অভিযোগ তোলা) একেবারে ঠিক নয়। আমি মনে করি না আইসিসি আমাদের প্রতি পক্ষপাতিত্ব করেছে। সবার সঙ্গেই সমান আচরণ করা হয়। কোনোভাবেই এ কথা (পক্ষপাতিত্বের) বলা যায় না। অন্য দলগুলোর থেকে আমরা বাড়তি কী সুবিধা পেয়েছি? সন্দেহ নেই ভারত আন্তর্জাতিক ক্রিকেটের বড় পাওয়ার হাউস। তবে আইসিসি সবাইকে সমান চোখে দেখে।’

উল্লেখ্য, অ্যাডিলেডে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে মাত্র ৫ রানে হেরে যায় বাংলাদেশ। ভেজা মাঠে ব্যাট করতে নেমে বিপদে পড়া তো বটেই, ফেক ফিল্ডিংয়ের অভিযোগও ছিল ভারতের বিরুদ্ধে। তবে এসব কিছুই আমলে নেননি আম্পায়াররা।

 

এমএস

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার