ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বৃষ্টি জয়ের আশা দেখালেও হেরে গেল বাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪২, ২ নভেম্বর ২০২২

বৃষ্টি জয়ের আশা দেখালেও হেরে গেল বাংলাদেশ

হেরে মাঠ থেকে বিদায় নিচ্ছে তাসকিন ও নুরুল হাসান।

জিততে জিততে ভারতের বিপক্ষে ৫ রানে হেরে গেল টাইগাররা। ভারতের দেওয়া ১৮৫ রানের টার্গেটে ৬ উইকেট হারিয়ে মাত্র ৫ রানের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করার জন্য ভারতকে আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ১১ রানের মাধায় হাসান মাহমুদের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন রোহিত শর্মা। এরপর রাহুলের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিতে থাকে বিরাট কোহলি।

৩২ বলে ৫০ করে দলীয় ৭৮ রানের মাধায় আউট হন রাহুল। পরে কোহলির ৪৪ বলে ৬৪ রানের ওপর ভর করে ৬ উইকেটে ভারতের স্কোর দাঁড়ায় ১৮৪ রান। 

১৮৫ রানের জবাবে খেলতে নামলে শুরু থেকে ঝড় তুলে ব্যাট হাকাতে থাকে লিটন দাস। ৭ ওভারে যখন দলীয় ৬৬ রান তখন বৃষ্টি বাগড়া দেয়। বৃষ্টির কারণে রান ও বল কমিয়ে দেয় ম্যাচ রেফারি। ৪ ওভার ও ৩৩ রান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৪ বলে ৮৪ রান। 

বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৪৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন হাসান মাহমুদ এবং ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।  

বৃষ্টি শেষে খেলতে নেমে রান আউট হয়ে যান লিটন দাস। করেন ২৭ বলে ৬০ রান। কিন্তু এরপর আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। শেষের দিকে নুরুল হাসানের চেষ্টার কারণে হারে রানের ব্যবধান কমাতে পারে বাংলাদেশ। তার করা ১৪ বলে ২৫ রান ও তাসকিনের ৭ বলে ১২ রানের বাংলাদেশ থমকে যায় ১৪৫ রানে। 
 

এমএইচ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার