ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পুঁজি ১৩৩

প্রকাশিত: ১৮:৫৩, ৩০ অক্টোবর ২০২২

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পুঁজি ১৩৩

উইকেট শিকারের পর উল্লাসে মেতেছেন দক্ষিণ আফ্রিকার বোলার লুঙ্গি। 

দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে ভারত। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে ভারত। 

টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় রান যখন ২৩ রান তখন ১৫ রান করে আউট হয়ে যান রোহিত। ওই একই ওভারে ৯ রানে ক্যাচ আউট হয়ে ফিরে যান রাহুল। 

এরপর কোহলিকে সঙ্গ দিতে আসেন সূর্য কুমার জাদেভ। কিন্তু দলীয় ৪১ রানে ১২ রান করে ক্যাচ আউট হন কোহলি। পরে আর কোনো ব্যাটার সঙ্গ দিতে পারেননি সূর্য কুমার জাদেভকে। অন্য আর কোনো ব্যাটার ১০ রানের ঘর পার করতে পারেননি। দলের পক্ষে সূর্য কুমার জাদেভ ৪০ বলে করেন সর্বোচ্চ ৬৮ রান। 

দক্ষিণ আফ্রিকার পক্ষে পারনেল ৪ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে শিকার করেছেন ৩ উইকেট এবং লুঙ্গি ৪ ওভারে ২৯ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। এছাড়া নরটিজ ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন এক উইকেট। 

এমএইচ

×