
এমবাপ্পে ও তার ফরাসি প্রেমিকা
গুঞ্জন উঠেছে তারকা ফুটবলার এমবাপ্পের প্রেম আর প্রেমিকা নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার কিছু ছবি ছড়িয়ে পড়েছে।
এই নারী আর কেউ নন, প্লেবয় সাময়িকীতে প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে প্রচ্ছদে জায়গা পাওয়া ইনেস পাউ। ছেলে হিসেবে জন্ম নেওয়া পাউ পরবর্তীতে নিজেকে নারীতে রূপান্তরিত করেছেন।
জানা যায়, ২৩ বছর বয়সী এমবাপ্পের নতুন প্রেমিকার বয়স ৩২ বছর। ফরাসি মডেল পাউয়ের পাউয়ের আত্মজীবনী ‘ওম্যান’ প্রকাশ করা হয়। সেখানে তিনি লিখেছেন কীভাবে ১৬ বছর বয়সে নিজের লিঙ্গ অস্ত্রোপাচারের মাধ্যমে রূপান্তর করিয়েছেন।
এদিকে, পাউকে নিয়ে এমবাপ্পের ভক্তদের নানা প্রশ্ন ঘুরপাক খেলেও এই খেলোয়ার তার পরিষ্কার বা অস্বীকার কোনোটাই করেননি।
এমএইচ