ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

রুমেল খান

প্রকাশিত: ০১:০২, ২ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

কর্মকর্তা মাহফুজা আক্তার কিরনের সঙ্গে অধিনায়ক সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানি ছোটন

আগে আমরা মালদ্বীপ ও পাকিস্তানের সঙ্গে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইকথাগুলো গোলাম রব্বানী ছোটনের, যিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচআগামী ৬-১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরএই আসরের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশবৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন কোচ ছোটন

ঘোষিত দলে নেই গোলরক্ষক মিলিতার পরিবর্তে দলে ফিরেছেন সাথী বিশ্বাসগত বছর এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে ছিলেন তিনিএবারের আসরে অংশ নিচ্ছে সাত দেশএ-গ্রুপে বাংলাদেশ খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষেবিগ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানদুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালেআগের চার আসরে বাংলাদেশ একবারই ফাইনাল খেলেছেসেটা ২০১৬ সালে

সেবার স্বাগতিক ভারতের কাছে ফাইনালে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশচার আসরের প্রতিটিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারতআর তিনবার রানার্সআপ হয়েছে নেপালকাজেই বোঝাই যাচ্ছে বাংলাদেশ এখানে তৃতীয় শক্তিসাবিনা খাতুন ছাড়া বাংলাদেশ দলে সিনিয়র খেলোয়াড় বলতে কেউই নেইবাকিরা সবাই বয়সভিত্তিক দলের ফুটবলারতবে এ নিয়ে বাংলাদেশের ফুটবলারদের অবস্থার উন্নতি হয়েছে বলে মনে করেন কোচ ছোটন, ‘তিন বছরে আমাদের খেলোয়াড়রা আরও বেশি অভিজ্ঞ এবং পরিপক্ব হয়েছেসব দিক থেকেই তারা উন্নতি করেছে

কিছুটা হলেও ভারত এবং নেপালের থেকে ব্যবধান কমেছে আশাকরিসংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘আমাদের খেলোয়াড়রা অনুর্ধ-১৬, ১৮ দলের হলেও তারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেফলে তাদের ম্যাচ টেম্পারমেন্ট কোন অংশে কম বলা যাবে নাবাফুফের নারী উইং সাফের আগে নারীদের প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করেছিলসংযুক্ত আরব আমিরাত প্রতিশ্রুতি দিয়েও আসেনিতাই মালয়েশিয়ার বিপক্ষে খেলা দুই ম্যাচেই বাংলাদেশের অনুপ্রেরণা মনে করেন বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘মালয়েশিয়ার বিপক্ষে আমরা দুটি ম্যাচ খেলেছিদুটি ম্যাচেই ভাল ফল করেছি

সেই দুই ম্যাচ আমাদের জন্য এই টুর্নামেন্টে অনুপ্রেরণা হিসেবে কাজ করবেএবারই প্রথম বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি নারী দলের সঙ্গে যাচ্ছেন না২০১৭ সালের পর এমনটা এই প্রথম ঘটছেকারণ পল আগামীকাল সাফ অনুর্ধ-১৭ দল নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেনএ প্রসঙ্গে ছোটনের ভাষ্য, ‘স্যার না গেলেও আমাদের সঙ্গেই আছেন২০১৬ সালে আমি, লিটু অন্যরা দল পরিচালনা করেছি

আমাদের অভিজ্ঞতা রয়েছে, সমস্যা হবে নাসমুদ্রপৃষ্ঠ থেকে নেপালের উচ্চতা সফরকারী দলগুলোর জন্য বরাবরই মাথাব্যথার কারণএ নিয়ে ছোটন বনেন, ‘আমরা পরশু দিন রওনা হচ্ছিএক সপ্তাহ অনুশীলন করলে বিষয়টি আমাদের ফুটবলারদের কাছে স্বাভাবিক হয়ে যাবে

বাংলাদেশ ম্যাচের সূচী ৭ সেপ্টেম্বর (রাত ৮টা) বনাম মালদ্বীপ, ১০ সেপ্টেম্বর (দুপুর দেড়টা) বনাম পাকিস্তান, ১৩ সেপ্টেম্বর (রাত ৮টা) বনাম ভারত

বাংলাদেশ দল গোলরক্ষক : রুপনা চাকমা, ইতি রানী ও সাথী বিশ্বাস; ডিফেন্ডার : মাসুরা পারভীন, আঁখি খাতুন, শামসুন্নাহার (সিনিয়র), শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, আনাই মগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), সোহাগী কিসকু, স্বপ্না রানী ও ঋতুপর্ণা চাকমা; ফরোয়ার্ড : সানজিদা আক্তার, মারজিয়া আক্তার, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না, তহুরা খাতুন, আনুচিং মগিনি ও সাজেদা খাতুন

×