ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শতভাগ দিয়ে খেলতে পারিনি আমরা ॥ বিজয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৫১, ১২ আগস্ট ২০২২

শতভাগ দিয়ে খেলতে পারিনি আমরা ॥ বিজয়

জিম্বাবুইয়ে থেকে ফিরে বিমানবন্দরে কথা বলছেন এনামুল হক বিজয়

জিম্বাবুইয়েতে দুঃস্বপ্নের একটা সফর শেষ করে শুক্রবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ দলঅথচ কয়েক বছর ধরে বাংলাদেশ দল যখনই নিজেদের খারাপ সময়ে কাটিয়ে উঠতে চেয়েছে, জিম্বাবুইয়ের সঙ্গে খেলে জিতে অনুপ্রাণিত হয়েছেঅথচ এবার টি২০ ও ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হার দেখেছে বাংলাদেশবিশেষ করে ওয়ানডে দল হিসেবে অপ্রতিরোধ্য হয়ে ওঠা বাংলাদেশের হারটা ছিল অপ্রত্যাশিত এবং চমকে দেয়ার মতোদীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে সিরিজে দুটি অর্ধশতাধিক রানের ঝড়ো ইনিংস খেলা ওপেনার এনামুল হক বিজয় দাবি করেছেন এমনটাইএছাড়া তার মনে হয়েছে, এই সিরিজে শতভাগ দিয়ে খেলতে পারেনি বাংলাদেশদলের সঙ্গে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ এ্যালান ডোনাল্ড ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ ফেরেননিতবে ব্যাটিং কোচ জেমি সিডন্স ও ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট এসেছেন

জিম্বাবুইয়ের বিপক্ষে এবারই প্রথম টি২০ সিরিজ হেরেছে বাংলাদেশআর ২০১৩ সালের পর এই প্রথম আবার ওয়ানডেতে হারের পাশাপাশি সিরিজও হেরেছেএ বিষয়ে বিজয় বলেন, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি আসলে চমকিত হয়েছিআমাদের যে আশা ছিল জিম্বাবুইয়েতে আমরা যতটুকু পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনিঅবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিলবিজয় দাবি করেন ওয়ানডেতে বাংলাদেশ অনেক শক্তিধর দল হলেও এবার শতভাগ দিয়ে খেলতে পারেনিএ বিষয়ে তিনি বলেন, ‘এই একটা সিরিজ যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনিআসলে ওয়ানডে ক্রিকেট তো আমরা দুই বছর ধরে খুব ভাল খেলছি ধারাবাহিকভাবেআসলে এটা দুর্ভাগ্যবশত হয়ে গেছেতবে বিজয়ের আশা আবারও নিজেদের ফিরে পাবে বাংলাদেশতিনি বলেন, ‘বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে অনেক ভালআমরা প্রতিটা খেলোয়াড়ই বিশ্বাস করি আমাদের প্রক্রিয়া ঠিক থাকলে আমরা যদি শতভাগ দিয়ে সবাই খেলি ইনশাআল্লাহ যে কোন সিরিজ, যে কোন দলের সঙ্গে জেতা সম্ভবএই সিরিজ দিয়েই প্রায় ৩ বছর পর ওয়ানডে খেলেছেন বিজয় জাতীয় দলের হয়েটি২০তে ভাল করতে না পারলেও দুই ওয়ানডেতে ৭৩ ও ৭৬ এবং আরেক ম্যাচে ২০ রান করেছেননিজের বিষয়ে তিনি বলেন, ‘অনেকদিন পর ওয়ানডে দলে এসে খুব এক্সসাইটেড ছিলাম আসলেঅনেক কঠোর পরিশ্রম করেছি, অনেকদিন এরকম সময় পার করেছি

আসলে ৩ বছর পর যেহেতু আসছি চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য, আমার প্রক্রিয়াটা ঠিক রাখাআমার মনে হয় যে প্রতিটি খেলোয়াড়ই চাচ্ছিল যে আমি রান করিযেহেতু আমি প্রিমিয়ার লীগ বলেন বেশ ভাল খেলে গিয়েছিপ্রতিটা খেলোয়াড়ের কাছ থেকে দারুণ সাপোর্ট পেয়েছিসবাই আসলে আমাকে ভালমতো গ্রহণ করেছে এবং বুঝতে দেয়নি যে আমি অনেক পর এসেছি

×