
আম্পায়ার কোয়ের্টজেনের
আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার রুডি কোয়ের্টজেনআর নেই। ‘স্লো ফিঙ্গার অব ডেথ’ খ্যাত দক্ষিণ আফ্রিকান আম্পায়ার এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ২০১০ সালে আম্পায়ারিং থেকে অবসরে যাওয়ার আগে কোয়ের্টজেন ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। ওই সময়ে যা ছিল রেকর্ড।
পরে পাকিস্তানের আলিম দার সেই রেকর্ড ভেঙ্গে দেন। বন্ধুদের সঙ্গে একটি গলফ টুর্নামেন্টে অংশ নিয়ে কেপটাউন থেকে ব্যক্তিগত গাড়িতে ইস্টার্ন কেপ-এ যাচ্ছিলেন। সেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করতেন। এ যাত্রা পথেই দুর্ঘটনার শিকার হন। ওই সময়ে তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কোয়ের্টজেন জুনিয়র। যুব বয়সে কিম্বার্লিতে ক্রিকেট খেলা কোয়ের্টজেন এক সময় পোর্ট এলিজাথে রেলে কাঠ মিস্ত্রির কাজও করেছেন। সেখানেই ১৯৯২-১৯৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ার হিসেবে অভিষেক। পরে বিশ্বের সেরা আম্পায়ারদের একজন হয়ে ওঠেন।
মাঠে আউটের সিদ্ধান্ত দেয়ার সময় ধীরে ধীরে আঙুল তুলতেন বলে কোয়ের্টজেনের ডাক নাম হয়ে গিয়েছিল ‘স্লো ডেথ।’ অবসরের পর একটি বই লেখেন তিনি। নাম দেন, ‘স্লো ডেথ: মেমোরিস অব আ ক্রিকেট আম্পায়ার। আলিম দার, মারাস এরাসমাস সহ তার মৃত্যুতে সতীর্থ আম্পাররা শোক জানিয়েছেন।