
৪০০তম ওয়ানডে জয়ের উল্লাস
দশম দেশ হিসেবে ৪০০ ওয়ানডে খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল বাংলাদেশের ৪০০তম ওয়ানডে।
১৯৮৬ সালের ৩১ মার্চ মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ এবং হেরে যায়। ৩৬ বছর পর বুধবার নিজেদের ৪০০তম ওয়ানডে খেলতে নেমে জিম্বাবুইয়ের বিপক্ষে। বাংলাদেশের আগে ৪ শতাধিক ওয়ানডে খেলেছে ভারত (১০০৮), অস্ট্রেলিয়া (৯৬৬), পাকিস্তান (৯৪২), শ্রীলঙ্কা (৮৭৫), ওয়েস্ট ইন্ডিজ (৮৪৯), নিউজিল্যান্ড (৭৮২), ইংল্যান্ড (৭৭০), দক্ষিণ আফ্রিকা (৬৪৪) ও জিম্বাবুইয়ে (৫৪৭) ওয়ানডে খেলেছে।
২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাবিবুল বাশারের নেতৃত্বে শততম ওয়ানডে খেলে বাংলাদেশ। ভারতকে সেই ম্যাচে হারিয়ে দেয় টাইগাররা।
২০০৯ সালে ডোমিনিকায় সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকায় নিজেদের ২০০তম ওয়ানডে ম্যাচে জয় পায় বাংলাদেশ। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে নিজেদের ৩০০তম ওয়ানডে খেলে হার। ৭ বছর পর ৪০০তম ওয়ানডে খেলতে নেমে জয় পেল বাংলাদেশ তামিম ইকবালের নেতৃত্বে।
এমএস