ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

স্প্রিন্টার ওকাগবারের নিষেধাজ্ঞা আরও বাড়ল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৪, ১ জুলাই ২০২২

স্প্রিন্টার ওকাগবারের নিষেধাজ্ঞা আরও বাড়ল

স্প্রিন্টার ব্লেসিং ওকাগবার

ডোপিং টেস্টে ব্যর্থ হওয়ায় গত বছরের টোকিও অলিম্পিকের সময় নিষিদ্ধ হয়েছিলেন নাইজিরিয়ার স্প্রিন্টার ব্লেসিং ওকাগবারেএরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এন্টি ডোপিংয়ের বিভিন্ন নিয়মের ভিত্তিতে দীর্ঘ ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা করা হয় তাকেদীর্ঘ মেয়াদের সেই নিষেধাজ্ঞার পর আরও একবার শাস্তির কবলে পড়লেন অলিম্পিকের পদকজয়ী এই স্প্রিন্টার

ডোপিংয়ের নিয়ম ভাঙ্গার কারণে এবার তাকে আরও এক বছরের জন্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে দ্য এ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিটএর ফলে তার মোট নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ১১ বছর

শুধু তাই নয়? নিষেধাজ্ঞার পর গত বছরের ১৩ জুন নাইজিরিয়ার অলিম্পিক ট্রায়ালে ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ব্লেসিং ওকাগবারেসেবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতাও অর্জন করেছিল তার দেশসেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে নাইজিরিয়ার জন্য

সেই ইভেন্টে ওকাগবারে সংশ্লিষ্ট থাকার কারণে আগামী মাসে অরিগনে হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা হারিয়েছে নাইজিরিয়া দলওকাগবারে ২০০৮ অলিম্পিকে লং জাম্পে রৌপ্যপদক জিতেছিলেনটোকিও অলিম্পিকে ১০০ মিটার হিটেও জিতেছিলেন এই নাইজিরিয়ান

×