ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিপক্ষে নাদাল ৬-৪, ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে জিতে চলে যান দ্বিতীয় রাউন্ডে

নাদাল আর্জেন্টাইনের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২৯ জুন ২০২২

নাদাল আর্জেন্টাইনের বিপক্ষে ঘাম ঝরিয়ে জিতলেন

উইম্বলডনে নাদাল

 এবারের উইম্বলডনে রাফায়েল নাদালের বিদায় না ঘটলেও, আর্জেন্টাইন প্রতিপক্ষ ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিপক্ষে জিততে ঘামই ঝরে গেল রেকর্ড গ্র্যান্ড স্ল্যামজয়ীর

আর্জেন্টাইন সেরুন্দোলো উইম্বলডনে কেবল প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন গত রাতে ৪১তম অবস্থানে থাকা এই খেলোয়াড় যেভাবে লড়েছেন পুরো ম্যাচে, তা দেখে বিষয়টা বোঝা দায় তবে নাদাল তার অভিজ্ঞতা দিয়ে সামলেছেন পুরো পরিস্থিতিটা চলতি বছর অস্ট্রেলিয়ান ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের পথে এগোচ্ছেন ভালোভাবেই সেটা হয়ে গেলে ১৯৬৯ সালের পর এই প্রথম পুরুষ টেনিসে কেউ জিতবেন এক বছরে সবগুলো গ্র্যান্ড স্ল্যাম

প্রথম দুই সেটে সহজেই জিতে গিয়েছিলেন নাদাল তবে সেন্টার কোর্টের এই ম্যাচে তৃতীয় সেটে দেখল ফ্রান্সিসকোর নাটকীয় প্রত্যাবর্তন জিতলেন - গেমে পরের সেটেও এগিয়ে গিয়েছিলেন - আর - ব্যবধানে তবে নাদাল এরপর আর কোনো ভুল করেননি ম্যাচটা বগলদাবা করেন প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই তাতেই ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিপক্ষে জয় নিয়ে তিনি চলে যান দ্বিতীয় রাউন্ডে

২০০৮ আর ২০১০ সালের চ্যাম্পিয়ন নাদাল দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন লিথুয়ানিয়ার রিকার্ডাস বেরাঙ্কিসকে তাকে হারালেই স্প্যানিশ এই টেনিস তারকা পৌঁছে যাবেন শেষ ৩২-

 

×