ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত যুবাদের

প্রকাশিত: ০০:০৮, ৩ ডিসেম্বর ২০২১

ভারতে টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মাটিতে জিতেই চলেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে ভারত অনুর্ধ-১৯ দলকে ৬ রানে হারিয়েছে তারা। ফলে টানা ৩ ম্যাচ জিতে তিন দলের এই আসরে ফাইনালও নিশ্চিত করেছে যুবারা। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ৪৭.২ ওভারে ২৩০ রান করে। জবাবে তানজিম হাসান সাকিব ও মেহেরব হোসেনের বোলিংয়ে ২ বল বাকি থাকতেই ২২৪ রানে থেমে যায় ভারতীয় ‘এ’ দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশের যুবারা। দ্বিতীয় উইকেট জুটিতেও আসে ৬৮ রান। কিন্তু এরপর ব্যাটারদের ব্যর্থতায় সংগ্রহ বড় হয়নি। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২৩০ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ওপেনার মাহফিজুল ইসলাম ৭৯ বলে ৮ চারে ৫৬ এবং তিনে নামা প্রান্তিক নওরোজ নাবিল ৬৫ বলে ১০ চারে ৬২ রান করেন। রিশিত রেড্ডি ৫৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান। জবাবে ভারত যুব ‘এ’ দল ৪৯.৪ ওভারে গুটিয়ে যায় ২২৪ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম সাকিব ২৯ রানে ও মেহেরব ৩৬ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া রিপন ম-ল নেন ২ উইকেট। ১১৯ বলে ৫ চার, ১ ছক্কায় ৮৮ রান করেন ওপেনার অংকৃশ রঘুবংশী।
×