ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপের লোগো উন্মোচন

প্রকাশিত: ০৬:৪৪, ২৬ অক্টোবর ২০১৮

ফেডারেশন কাপের লোগো উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। চলবে ২৪ নবেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার হয়ে গেল এই টুর্নামেন্টের লোগো উন্মোচন। এবারের এই আসরের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ফেডারেশন কাপ, পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক।’ বাফুফের সভাকক্ষে লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী-এমপি, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন চৌধুরী ও ট্রেজারার সিকিউরিটিস লিমিটেডের এক্সিকিউটিভ (ট্রেডিং) একেএম নজরুল ইসলাম। ৩০তম ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ‘বি’ গ্রুপে রয়েছে সাইফ স্পোর্টিং, ব্রাদার্স ইউনিয়ন ও টিম বিজেএমসি। ‘সি গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ‘ডি’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানম-ি ক্লাব, বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব। আসরের উদ্বোধন হবে ২৭ অক্টোবর। উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে বিকেল ৫টায় মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। ফেডারেশন কাপের বাজেট ৫০ লাখ টাকা। স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে অর্ধেকের মতো পাচ্ছে বাফুফে। টুর্নামেন্টের অংশগ্রহণ অর্থ ২ লাখ টাকা। এখনও আসর নিয়ে প্রচারণা সেভাবে শুরু হয়নি। আজ থেকে পুরোদমে প্রচারণা চলবে বলে জানিয়েছে বাফুফে। ঢাকা শহরে মাইকিং করা ছাড়াও ঘোড়ার গাড়ি দিয়ে প্রচারণা করা হবে বলে জানিয়েছে দেশীয় ফুটবলের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। ফেডারেশন কাপের সব ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। টিকেটের মূল্য গ্যালারি ২০ টাকা এবং ভিআইপি ৫০ টাকা। ২৭ অক্টোবর থেকে ৪ নবেম্বর পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এরপর ৬ নবেম্বর থেকে ৯ নবেম্বর পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনাল। ২১ ও ২২ নবেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ২৪ নবেম্বর হবে ফাইনাল। ওয়ালটন ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার্স-আপ দল ৩ টাকা প্রাইজমানি পাবে।
×