ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিমিকোর অশ্রুসিক্ত বিদায়

প্রকাশিত: ০৬:৫০, ১৪ সেপ্টেম্বর ২০১৭

কিমিকোর অশ্রুসিক্ত বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ হয়তো কল্পনাতেও ভাবেননি কিমিকো দাতে। কিন্তু মঙ্গলবার টোকিও ওপেনে তাকে ‘ডাবল ব্যাগেলে’র (৬-০, ৬-০) লজ্জা উপহার দিলেন সার্বিয়ার আকেসান্দ্রা ক্রুনিক। আর এই হার নিয়েই ক্যারিয়ার শেষ করলেন ৪৭ বছর বয়সী কিমিকো দাতে। তবে ক্যারিয়ারের শেষ ম্যাচে এমন লজ্জাজনকভাবে হারাটাকে মোটেও মেনে নিতে পারছেন না জাপানের কিমিকো দাতে। তারপরও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ম্যাচের শেষে এ প্রসঙ্গে উইম্বলডনের সাবেক ফাইনালিস্ট নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অবশেষে ক্যারিয়ারের সমাপ্তি ঘটলো। এমনভাবে হার সত্যিই খুব দুঃখজনক। কিন্তু তারপরও টেনিস আমাকে যা দিয়েছে তাতে আমি কৃতজ্ঞ।’ কিমিকো দাতেকে হারাতে আলেকসান্দ্রা ক্রুনিক সময় নেন মাত্র ৪৯ মিনিট। প্রতিপক্ষকে এমনভাবে বিধ্বস্ত করায় ম্যাচ শেষে দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে সার্বিয়ার এই টেনিস খেলোয়াড় বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আমিই যে তাকে এভাবে হারাব সেটা কখনই ভাবতে পারিনি। কিন্তু এটা অস্বীকার করার কোন উপায় নেই যে, তার ক্যারিয়ার সত্যিই দুর্দান্ত। যখন আমি লকার রুমে যাব তখন হয়তো আমার চোখ দিয়ে অশ্রু ঝরবে।’ ২০০৯ সালে কোরিয়া ওপেনে বেশ কয়েকটি রেকর্ড গড়েছিলেন কিমিকো দাতে। সে সময়ই তখন ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সী মহিলা খেলোয়াড় হিসেবে ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পান। তার আদর্শ মার্টিনা নাভ্রাতিলোভা।
×