ছবি সংগৃহীত
কয়েক বছর আগেও বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকারের পর এবার হ্যাকড হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামে একটি ফেসবুক পেজ । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামে একটি ফেসবুক পেজ রয়েছে। গত কয়েক মাস ধরে সেই পেজটিতে জাতীয় দল সংক্রান্ত বিষয়াদি প্রকাশ করত বাফুফে ৷
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ হ্যাকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। পেজটি ফিরে পেতে বাফুফে কাজ করছে বলে জানান বাফুফে । পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।
মিডিয়া ব্যবস্থাপক সাদমান সাকিব বলেন, জাতীয় দলের অফিশিয়াল পেজটি হ্যাকড হওয়ার ব্যাপারটি বুঝতে পারার পর থেকে এটি ফিরে পাওয়ার কাজ চলছে। এটা নিয়ে ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।
কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। এতে বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বারবার।
আশিকুর রহমান