ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসির ব্যাপারে মুখ খুললেন জাভি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৭, ২ এপ্রিল ২০২৩

মেসির ব্যাপারে মুখ খুললেন জাভি

লিওনেল মেসি ও জাভি

বার্সিলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবে খেলবেন লিওনেল মেসি- একটা সময় তা ছিল কল্পনাতীত ব্যাপার। অথচ সেই মেসিই এখন মাঠ মাতাচ্ছেন প্যারিস সেইন্ট জার্মেইর জার্সিতে। তবে আবারও তার সেই শৈশবের ক্লাব বার্সিলোনায় প্রত্যাবর্তনের গুঞ্জন দিন দিন বাড়ছে। সম্প্রতি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা তো সাফ জানিয়ে দিয়েছেন যে, ‘মেসির জন্য ন্যুক্যাম্পের দরজাটা চিরদিন খোলা।’ এরপর যেন মেসির ফেরার উত্তাপটা আরও বেড়ে যায় বিশ্ব গণমাধ্যমে। সে ব্যাপারেই এবার মুখ খুলেছেন বার্সিলোনারই বর্তমান কোচ জাভি হার্নান্দেজ। একটা সময় মেসিরই ক্লাব সতীর্থ হয়ে খেলা এই কোচ জানালেন, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছেন তিনি।
যে মেসি একটা সময় স্বপ্ন দেখতেন কাতালান ক্লাবটিতেই ক্যারিয়ারের ইতি টানতে সেই মেসিই ২০২১ সালের ১ জুলাই বার্সিলোনা ছেড়ে নতুন করে ঠিকানা গড়েন পিএসজিতে। মূলত স্প্যানিশ লা লিগার বেতন অবকাঠামোর দোহাই দিয়েই সেই সময়য়ে আর্জেন্টিনা অধিনায়ককে ছেড়ে দেয় বার্সা। যদিও অর্ধেক বেতনে তখন প্রিয় ক্লাবে থাকতে চেয়েছিলেন মেসি। বার্সা ছাড়ার পর বিশ্বকাপজয়ী তারকাকে বিভিন্ন সময়েই ন্যুক্যাম্পে ফেরানোর কথা বলেছেন ক্লাবটির কর্মকর্তারা।

এ ব্যাপারে সর্বশেষ মুখ খুলেছেন জাভি হার্নান্দেজ। তিনি বলেন, ‘এই বিষয়ে (মেসির ফেরার) অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।’ তবে প্রত্যাশা ব্যক্ত করলেও জাভি জানান মেসির প্রত্যাবর্তন নিয়ে আলোচনার সঠিক সময় নয় এখন। তার ভাষ্যমতে, ‘আমি মনে করি, মেসির এখানে ফেরা নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমি প্রায়ই লিওর সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য বা ক্লাবের জন্যও নয়।’ 

মেসি চলে যাওয়ার পর বার্সিলোনার দুর্দশাও যেন আরও বেড়ে যায়। তবে এবার স্প্যানিশ লা লিগার শিরোপা পূনরুদ্ধারের দৌড়ে রয়েছে কাতালান ক্লাবটি। সেইসঙ্গে কোপা দেল রে’র লড়াইয়েও এগিয়ে তারা। মূলত এই দুই শিরোপার মিশনে মনোযোগ দিতেই মেসির প্রসঙ্গটা এই মুহূর্তে তুলে রাখতে চান জাভি। এ ব্যাপারেও তার সাফ কথা, ‘আশা করি, আমরা তাকে এখানে আবার দেখতে পাব। (মেসি বার্সায় ফিরলে) আমিই সবচেয়ে বেশি খুশি হব। কেননা, সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়।

আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেয়ার।’ তবে জাভি এটাও জানিয়েছেন যে, মেসিকে ন্যুক্যাম্পের বিষয়টা পুরোপুরি তার উপর নির্ভরশীল নয়? বরং এখানে মেসির ওপরও নির্ভর করছে অনেক কিছুই। তাই বার্সা কোচ বলেন, ‘বিষয়টা আমার ওপর নির্ভর করে না, লিও কী চায় তার ওপর নির্ভর করছে। সে ফুটবলে সবকিছু করেছে, সবকিছু জিতেছে, কী করলে সে খুশি হবে, তার ওপর নির্ভর করে।’
এদিকে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার হয়ে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না আনসু ফাতি। তাই ছেলেকে কাতালান ক্লাব থেকে নিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন তার বাবা বরি ফাতি। তবে বিষয়টিকে মাথায় নিচ্ছেন না কাতালান কোচ জাভি। তিনি বলেন, ‘আনসুর ওপর আমার আস্থা ও সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি তার বাবার কথা নিয়ে খুব ভাবছি না।’ আনসু ফাতির বাবা বরি ফাতির সম্প্রতি করা মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়ে এমনটাই বলেন জাভি।

প্রকৃতপক্ষে বিষয়টি কৌশলে সামলিয়েছেন তিনি। তার মতে, ‘আনসু শান্ত এবং মনোযোগী। আমি কেবল তাকেই যতœ করি, তার বাবা কিংবা তার পরিবারের নয়। আমিও একই রকম পরিস্থিতি পার করেছি, সে তার ছেলের জন্য কষ্ট পাচ্ছে। আমি তার কষ্টটা বুঝি। আনসুর ওপর আমার আস্থা ও সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি তার সঙ্গে অনেক কথা বলেছি। তার সঙ্গে অনেকবার দেখা করেছি, যেমনটা আমার অনেক খেলোয়াড়ের সঙ্গে আছে। আমি তাকে সফল দেখতে চাই।’

×