ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাব্বিরের কণ্ঠে জ্বলে ওঠার প্রত্যয়

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:৪৬, ১৬ আগস্ট ২০২২

সাব্বিরের কণ্ঠে জ্বলে ওঠার প্রত্যয়

সাব্বির রহমান

চমকে ভরা এশিয়া কাপের দলে বড় চমক সাব্বির রহমানহাতে প্রচুর স্ট্রোক, যে কোন পরিস্থিতিতে পিটিয়ে খেলতে সক্ষম- প্রতিভার ডানায় ভর করে ২০১৪ সালে টি২০ দিয়ে জাতীয় দলে পা রাখেনদারুণ কিছু ইনিংসও আছে নামের পাশেকিন্তু পারফর্মেন্সে ধারাবাহিকতার অভাব, মাঠের বাইরে অখেলোয়াড় সুলভ আচরণ তার সেই প্রতিভাকে পূর্ণতা পেতে দেয়নিঅধিনায়ক-ম্যানেজমেন্ট থেকে পাওয়া অতিরিক্ত ভালবাসার মূল্য দিতে পারেননি

এবার প্রায় তিন বছর পর ডাক পেয়েছেনমাঝের এ সময়ে আহামরি কিছু করেননিঘরোয়া ক্রিকেটে কিছুটা যা রান করেছেন, সেও পঞ্চাশ ওভারের ফরমেটেএরপরও তাঁকে এশিয়া কাপের জন্য টি২০ স্কোয়াডে ফেরানো হয়েছেস্বভাবতই চলছে আলোচনা-সমালোচনাসে সবে কান না দিয়ে ৩০ বছর বয়সি ডানহাতি ব্যাটসম্যান পাওয়া সুযোগটাকে কাজে লাগাতে চানপ্রত্যাবর্তনে নতুন শুরুর যাত্রাটা করতে চান চলতি উইন্ডিজ সফর দিয়েসেন্ট লুসিয়ায় স্বাগতিক এ- দলের বিপক্ষে বাংলাদেশ এ- দলের হয়ে আজ প্রথম ওয়ানডেতে মাঠে নামবেন সাব্বির

হেড কোচ আমাদের পরিকল্পনা দেবেনউনি যে পরিকল্পনা দেন, সেটা মেনেই খেলার চেষ্টা করবকিভাবে ম্যাচ জেতা যায়, কিভাবে নিজের খেলায় আরও উন্নতি করা যায়, কিভাবে এখানে (উইন্ডিজ) ভাল করতে পারি, সেই চেষ্টা থাকবেশতভাগ দেয়ার চেষ্টা করব ইশাল্লাহওয়েস্ট ইন্ডিজ থেকে বোর্ডের (বিসিবি) আপলোড করা এক ভিডিও বার্তায় বলেন সাব্বির২০১৯ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন

বিপিএলের সেই মৌসুমে ১১ ইনিংসে একটিমাত্র হাফ সেঞ্চুরি১১২.০৮ স্ট্রাইক রেট ও ১৮.৫৪ গড়ে করেন ২০৪ রানকরোনা পরবর্তী বঙ্গবন্ধু টি২০ কাপে ৭ ম্যাচে রান মাত্র ১০৬গত বছর ঢাকা প্রিমিয়ার লীগ টি২০তে ১২ ইনিংস খেলে নেই কোনো হাফ সেঞ্চুরি১০৪.৫৬ স্ট্রাইক রেটে রান ২২৯সর্বশেষ বিপিএলে ৬ ম্যাচে ১৮.১৬ গড়ে মাত্র ১০৯ রান করার পর তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডেই জায়গা হয়নি

এরপরও তাঁকে এশিয়া কাপের দলে রাখার যুক্তি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুসর্বশেষ ৫০ ওভারের ডিপিএলে অবশ্য প্রায় ৪০ গড়ে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে করেন ৫১৫ রানস্কিল ও ফিটনেসে উন্নতি এনে সুযোগ পান বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পেনান্নুর দাবি সেখানে বেশ উন্নতি করেছেন সাব্বির

ফরমেট ভিন্ন হলেও আত্মবিশ্বাসী সাব্বির, ‘সংস্করণ তেমন গুরুত্বপূর্ণ নয়ফর্মে থাকাটাই বড় ব্যাপারআমি যখন টি২০ থেকে বাদ পড়লাম তখনও কিন্তু ওয়ানডেতে পারফর্মেন্স ভাল ছিলএরপরও ওয়ানডে থেকে বাদ পড়িএখন আবার উল্টো হয়েছে৫০ ওভারে ভাল করে টি২০তে ডাক পেয়েছিসুযোগ কাজে লাগাতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণএশিয়া কাপের জন্য মুখিয়ে আছিক্যারিয়ারে ১১ টেস্ট ও ৬৬ ওয়ানডে খেলা সাব্বির টি২০ খেলেছেন ৪৪টিচার হাফ সেঞ্চুরিতে প্রায় ২৫ গড় ও ১২০ স্ট্রাইক রেটে রান ৯৪৬

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বেশ পছন্দের ছিলেনতার অধীনেই ছিলেন সবচেয়ে সফল২৭ ম্যাচে ১২২ স্ট্রাইক রেটে ৩ হাফ সেঞ্চুরিসহ ৩১ গড়ে করেন ৬৯৭ রানসাব্বির এবার খেলবেন সাকিব আল হাসানের নেতৃত্বেতার অধীনেও খারাপ করেননি৯ ম্যাচে ১৯ গড়ে ১ হাফ সেঞ্চুরিসহ রান ১৬৭তবে সাকীবের অধীনে তার স্ট্রাইক রেট সর্বোচ্চ ১২৬এটা নাকি স্বাধীনতা পাওয়ার জন্যসাকিব ভাইয়ের সঙ্গে তো সবারই ভাল সম্পর্কতার সঙ্গে আমার জুটিটা ভাল হয়, আমরা দুজনই স্বাধীনভাবে খেলতে পছন্দ করিআশা করি এবারও সেটা ভালভাবে পাবআর জাতীয় দলে তো কারও জায়গা পাকাপোক্ত থাকে না, সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়চেষ্টা থাকবে শতভাগ দেয়ার

সদ্যই জিম্বাবুইয়ে সফরে টি২০র নেতৃত্ব পাওয়া নুরুল হাসান সোহান জানিয়েছেন, এই ফরমেটে বাংলাদেশ ভয়ডরহীন ক্রিকেট খেলতে চায়পুরণো সাব্বির নতুন রুপে ফিরলে এশিয়া কাপে তিনি হতে পারেন তুরুপের তাসএটা ঠিক টি২০তে ভয়ডরহীন ব্যাটিং জরুরীতবে অন্ধের মতো মেরে লাভ নেই, নিজের যোগ্যতা অনুযায়ী খেলবসেটা ভয়ডরহীন বা স্বাধীন যেভাবেই হোকমোহাম্মদ মিঠুনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চারদিনের আনঅফিসিয়াল টেস্টই ড্র করেছে বাংলাদেশ

একই ভেন্যু সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজপরের দুই ম্যাচ ১৮ ও ২০ তারিখওয়েস্ট উইন্ডিজ থেকে ফিরে আগামী ২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ১৫তম এশিয়া কাপের টাইগার বহরে যোগ দেবেন সাব্বির

×