ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোসাদ্দেকের আর বোলিং না করার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক

ঘুরে দাঁড়ানোর আশায় ‘ব্যর্থ’ মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৩০, ৫ জুলাই ২০২২

ঘুরে দাঁড়ানোর আশায় ‘ব্যর্থ’ মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ

টি২০ ক্রিকেটে একটানা হারের মধ্যেই আছে বাংলাদেশ দলসর্বশেষ ১২ টি২০ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে তারাআর এই ১২ ম্যাচে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ার মতোদেশের অন্যতম টি২০ স্পেশালিস্টহওয়াতেই মাহমুদুল্লাহ নেতৃত্ব পেয়েছেন দলেরকিন্তু সর্বশেষ ১২ ম্যাচে তার নেই ফিফটি কিংবা বড় কোন ইনিংসএই ১২ ম্যাচে তিনি রান করেছেন ১৬.০০ গড়ে ১৬০ রানহারের ধারা বজায় রেখে তার ধারাবাহিক ব্যর্থনেতৃত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচেও ৩৫ রানে হেরেছে বাংলাদেশ

ব্যর্থ মাহমুদুল্লাহ ব্যাট হাতে ঘুরে দাঁড়ালে হয়তো বাংলাদেশ দলও এই ফরমেটে ঘুরে দাঁড়াতে সক্ষম হবেঅবশ্য মাহমুদুল্লাহ দলগত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর আশাবাদ জানিয়েছেনদ্বিতীয় টি২০ ম্যাচে অন্য বোলাররা যখন বেদম পিটুনি খেয়েছেন তখন মোসাদ্দেক হোসেক সৈকত ১৩তম ওভারে মেডেন দিয়ে ভেঙ্গেছেন ৭৪ রানের তৃতীয় উইকেট জুটিএরপরও আর বোলিং দেয়া হয়নি তাকে, এর ব্যাখ্যায় মাহমুদুল্লাহর দাবি ডানহাতি ব্যাটাররা উইকেটে থাকাতেই আর বোলিং পাননি মোসাদ্দেক!

সর্বশেষ ১২ ম্যাচে মাহমুদুল্লাহ ২ বার মাত্র ২০ রানের বেশি করতে পেরেছেনব্যর্থতা কাটাতে রবিবার সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে একধাপ এগিয়ে ৪ নম্বরে নেমেও ১১ রানেই সাজঘরে ফিরেছেন মাহমুদুল্লাহদলও হেরেছে গত ১২ ম্যাচে ১০ম বারের মতোদলের ব্যর্থতা নিয়ে তিনি বলেছেন, ‘মনোযোগটা ম্যাচ জয়ের দিকেআমরা যেমন দল, আমাদের দলগতভাবে অনেক ভাল করতে হবেছোট ছোট প্রতিটা জায়গায় যার যার ভূমিকা পালন করতে হবে

তাহলে আমরা দল হিসেবে ভাল পারফর্ম করতে পারিবলছি না আমরা পারব নাতবে শুরুটা ভাল হলে বাড়তি সুবিধা দেয়, যেটা আমরা গত অনেক ম্যাচ ধরে সংগ্রাম করছিএই ম্যাচে সবচেয়ে আলোচিত ছিল পেসারদের অগোছালো, অনিয়ন্ত্রিত বোলিংতাসকিন আহমেদ ৩ ওভারে ৪৬, শরিফুল ইসলাম ৪ ওভারে ৪০ আর মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন৩ পেসারে ১১ ওভারে ১২৩ রান দেয়াতেই বড় সংগ্রহ পায় উইন্ডিজএ নিয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা বোলিংয়ে আর কিছু রান যদি কম দিতে পারতাম... আমরা ১৫৮ রান করেছিআরও ১০-১৫ রান করতে পারতামটার্গেটটা যদি একটু ছোট হতো তাহলে একটু ভাল হতো

পেসাররা যখন বেদম পিটুনি খেয়েছেন এবং স্পিনাররা ভাল করছেন তখন মোসাদ্দেক ১৩তম ওভারে বোলিংয়ে এসে মেডেনসহ নিকোলাস পুরানের উইকেট নিয়ে ৭৪ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙ্গেনতবুও পরবর্তীতে বোলিং করেননি মোসাদ্দেকএ বিষয়ে মাহমুদুল্লাহ বলেন, ‘মোসাদ্দেককে আমি অবশ্যই বোলিং করাতামকিন্তু রোভম্যান পাওয়েল ছিল, ক্রিজের দুইজনই তখন ডানহাতি ব্যাটার (আরেকজন ব্র্যান্ডন কিং)আর ওপাশটা একটু ছোটও ছিল

এজন্য আমি ঝুঁকি নেইনি, তাসকিনকে বোলিংয়ে আনি আর ঐপাশ থেকে সাকিব বোলিং করছিলবোলিংয়ে অন্যতম ভরসা মুস্তাফিজ একেবারেই ভাল করেননিআবার ফর্মে থাকা লিটন দাস এদিনও ব্যর্থ হয়েছেন ওপেনিংয়ে নেমে

×