ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম টি২০ শনিবার, কৌশল কাজে লাগিয়ে বড় সংগ্রহের প্রত্যাশা ব্যাটিং কোচ সিডন্সের

ক্যারিবীয়দের শক্তির সঙ্গে পারবে বাংলাদেশ?

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০০:৪৭, ১ জুলাই ২০২২

ক্যারিবীয়দের শক্তির সঙ্গে পারবে বাংলাদেশ?

কোচ জেমি নিডন্স

টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুড়িআর সে কারণে এই ফরমেটে ক্রিকেটারদের শারীরিক গঠন, পেশিশক্তির আছে আলাদা গুরুত্বকিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের নেই সেই পেশি শক্তিটেস্ট ক্রিকেটে বড় দুর্বলতা বাংলাদেশেরএরপর টি২০ ক্রিকেটেও আছে দুর্বলতাসেটা গত টি২০ বিশ্বকাপেই প্রমাণ হয়েছেবাংলাদেশ দলের চরম ভরাডুবি হয় সেই আসরেবিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং এ বছরের মার্চে আফগানিস্তানের বিপক্ষে ১-১ সমতায় শেষ করেছেএই পরিসংখ্যানটাই টি২০ ফরমেটে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট করে দেয়বিগ হিটারের অভাবে এই ফরমেটে খুব বড় সংগ্রহও গড়তে ব্যর্থ হয় বাংলাদেশকিন্তু প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটারই দীর্ঘকায় এবং বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক টি২০ ব্যাটারদের আধিক্য দলটিতেসেই দলটির বিপক্ষে এবার ৩ ম্যাচের টি২০ সিরিজ ক্যারিবীয় দ্বীপপুঞ্জেশনিবার ডোমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টি২০, দ্বিতীয়টিও এখানে রবিবারআর তৃতীয় টি২০ ম্যাচ গায়ানাতেবাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স খুব ভাল করেই উপলব্ধি করছেন, পেশি শক্তি কাজে লাগিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে পেরে ওঠা সম্ভব নয়তাই কৌশল খাটিয়ে ব্যাটিং করে বড় সংগ্রহ করতে চান তিনি

২০১৮ সালে সর্বশেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত সাফল্য পায় বাংলাদেশসবাইকে বিস্মিত করে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ জেতা ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে সিরিজে পরাজিত করে সাকিব আল হাসানের নেতৃত্বেএর মধ্যে সেন্ট কিটসে হওয়া প্রথম টি২০ ম্যাচে ক্যারিবীয়রা জিতলেও পরে যুক্তরাষ্ট্রের লডারহিলে অনুষ্ঠিত বাকি ২ ম্যাচেই উইন্ডিজকে ভাল ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশএবার অবশ্য বিপর্যস্ত একটি দল বাংলাদেশেরনেই মুশফিকুর রহিম ও তামিম ইকবালঅধিনায়ক মাহমুদুল্লাহএবার ৩ ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জেতাই চ্যালেঞ্জটা এবার অনেক কঠিনতাছাড়া ২০১৮ সালের শেষদিকে বাংলাদেশ সফরে এসে ক্যারিবীয়রা ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জিতে প্রতিশোধ নেয়গত বিশ্বকাপেও দুদলের সর্বশেষ মুখোমুখিতে ক্যারিবীয়রা ৩ রানে জিতেছেআর ডোমিনিকার উইন্ডসর পার্কে এবারই প্রথম টি২০ খেলতে নামছে বাংলাদেশএখানে অবশ্য ক্যারিবীয় দলও মাত্র ২ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষেএকটি জিতেছে, আরেকটি হেরেছেতবু ক্যারিবীয়দের পরিচিত পরিবেশ এবং তাদের আছে টি২০ ক্রিকেটে মারদাঙ্গা ব্যাটিংয়ে পারঙ্গম এক ঝাঁক দীর্ঘকয়া ও দারুন পেশি শক্তি বিশিষ্ট ক্রিকেটারটি২০ ক্রিকেটে এখানেই বড় ঘাটতি বাংলাদেশেরব্যাটিং কোচ সিডন্স তাই বললেন, ‘জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছেযেমন, জস বাটলার র্৬ র্২র্ , গ্লেন ম্যাক্সওয়েল র্৬ র্২র্ , মার্কাস স্টয়নিস বড়সড় দৈহিক গড়নেরতাই আমাদের অন্যভাবে উপায় খুঁজতে হবেআমরা শক্তির দিক থেকে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারব নাশারীরিক শক্তির বিচারে পিছিয়ে থেকেও গত সফরে উইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশআর সেটাই এবার বড় আত্মবিশ্বাসের কারণ হতে পারেসেভাবেই পরিকল্পনা করে পাওয়ার হিটিংয়ে মনোযোগী হতে হবে বাংলাদেশ দলকেসিডন্স বলেন, ‘পাওয়ার হিটিং অবশ্যই টি২০ ম্যাচ জেতায়যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়তাই আমাদের এখন পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভাল ক্রিকেট খেলতে হবেতবে পাওয়ার হিটিংয়ে উন্নতি রাতারাতি সম্ভব নয়সেজন্য সিডন্স উপায়ও বাতলে দিয়েছেন, ‘পাওয়ার হিটিংয়ের দক্ষতা আয়ত্ত করতে অনেক বেশি ট্রেনিং সেশন প্রয়োজনট্রেনিংয়ে আরও বেশি সময় দিয়ে দেখতে হবে খেলোয়াড়দের দক্ষতায় পরিবর্তন আনা যায় কি নাএসব দক্ষতা ডেভেলপ করার জন্য সময় প্রয়োজনতাই অনেক চার মারতে হবে... আপনি জানেন এটি (চার মারা) অনেকগুলো ছক্কা মারার মতোইআমরা যদি অনেক চার মারতে পারি, অনেক সিঙ্গেল নিতে পারি... পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে আমরা সংগ্রহ গড়তে পারবখুব বড় সংগ্রহের প্রয়োজন দেখছেন না সিডন্স মূলত বাংলাদেশের দারুণ বোলিং বিভাগের জন্যবোলারদের ওপর আস্থা রেখেই ব্যাটিং কোচ সিডন্স বলেন, ‘আমাদের বোলিং বিভাগ খুব ভালআমার মনে হয় না, আমাদের অনেক বেশি রান করতে হবেএকটা ভাল সংগ্রহ দাঁড় করাতে হবেতো সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ

×