
ছবি: সংগৃহীত।
আপনার স্মার্টফোনটি কি একটু পরপর হ্যাং করছে? চার্জ দিলেই কি গরম হয়ে উঠছে? এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব—মাত্র কিছু সেটিংস পরিবর্তন করলেই।
চলুন জেনে নিই এমন ৫টি কার্যকর টিপস, যা আপনার ফোনকে করে তুলবে ঝরঝরে, দ্রুতগতির এবং ঠাণ্ডা!
১. ফোনের ইন্টারনাল স্টোরেজ পরিষ্কার করুন
ফোন ব্যবহার করতে করতে জমে ওঠে অপ্রয়োজনীয় ক্যাশ, ডাউনলোড ও অপ্রয়োজনীয় ফাইল।
যেভাবে করবেন:
- সেটিংসে যান
- সার্চে লিখুন “Storage”
- “Free Up Space” বা “Clean Up” অপশনে ক্লিক করে অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলুন
- চাইলে “Deep Clean” করে আরো স্পেস ফ্রি করুন
মেমোরি যত খালি থাকবে, ফোন তত দ্রুত চলবে এবং কম গরম হবে।
২. ডেভেলপার অপশনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ সীমিত করুন
ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসাথে চললে ফোন হ্যাং করে এবং গরম হয়।
যেভাবে করবেন:
- Settings → About Phone → Build Number-এ ৭ বার ট্যাপ করুন
- “Developer Options” চালু হবে
- সেখানে গিয়ে “Background Process Limit” এ গিয়ে “No background process” অথবা ১-২টি নির্ধারণ করুন
এতে RAM-এর চাপ কমবে, ফলে ফোন দ্রুত ও ঠাণ্ডা থাকবে।
৩. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন
আপনার ফোনে থাকা পুরোনো, অনাবশ্যক বা ইউজ না করা অ্যাপসগুলো মেমোরি খায় ও গরমের কারণ হয়।
যেভাবে করবেন:
- App icon ধরে রাখুন → App Info → Uninstall
৫-৬টি পুরোনো অ্যাপ আনইনস্টল করলেই ফোন অনেক হালকা লাগবে।
৪. লাইট ভার্সনের অ্যাপ ব্যবহার করুন
ফেসবুক, মেসেঞ্জার, ইমো—এসবের মূল অ্যাপ ভারি, ব্যাটারি খায় ও গরম করে।
বিকল্প:
- Facebook Lite
- Messenger Lite
- Gmail Go
- Google Maps Go
লাইট অ্যাপস RAM ও Storage কম খায় এবং ফোন ঠাণ্ডা রাখে।
৫. অপ্রয়োজনে Bluetooth, Wi-Fi, Location বন্ধ রাখুন
এই সার্ভিসগুলো অন থাকলে ফোন সারাক্ষণ ডিভাইস খুঁজে বেড়ায়, যার ফলে অতিরিক্ত ব্যাটারি ড্রেন ও গরম হয়।
যেভাবে করবেন:
- প্রয়োজন না থাকলে Bluetooth, Wi-Fi, Location বন্ধ রাখুন
- Smart Watch বা Headset কানেক্ট না থাকলে ডিসকানেক্ট করুন
এটা করলে আপনার ফোনের ব্যাটারি বাঁচবে এবং প্রসেসর চাপমুক্ত থাকবে।
অতিরিক্ত টিপস:
- Developer Option-এ গিয়ে Window Animation Scale ও Transition Scale কমিয়ে দিন
- হালকা থিম ও স্ট্যাটিক ওয়ালপেপার ব্যবহার করুন
- মাসে ১-২ বার ফোন রিস্টার্ট দিন
আপনার ফোন যদি পুরোনো হয় বা কম RAM/Storage থাকে, তবে এই টিপসগুলো অনুসরণ করলে পার্থক্য আপনি নিজেই টের পাবেন। স্মার্টভাবে ফোন ব্যবহার করলেই হ্যাং আর গরম—দুটোরই সমাধান সম্ভব।
নুসরাত