ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

জানেন কি? কম্পিউটার বাগের শুরু হয়েছিল সত্যিকারের পোকা থেকেই!

প্রকাশিত: ০৯:২৫, ১৫ জুলাই ২০২৫

জানেন কি? কম্পিউটার বাগের শুরু হয়েছিল সত্যিকারের পোকা থেকেই!

ছ‌বি: সংগৃহীত

আজ আমরা কম্পিউটারে কোনো সমস্যা হলে বলি "বাগ ধরেছে"। কিন্তু এই "বাগ" শব্দটা একসময় সত্যিকারের একটি পোকাকে বোঝাত!

১৯৪৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মার্ক টু (Mark II) নামের একটি কম্পিউটার নিয়ে কাজ করছিলেন কিছু ইঞ্জিনিয়ার। হঠাৎ তারা দেখেন, কম্পিউটারের ভেতরে একটি মথ (এক ধরনের পোকা) ঢুকে রিলেতে আটকে গেছে। সেই পোকাটাই কম্পিউটারের সমস্যার কারণ ছিল।
তারা পোকাটিকে বের করে এনে একটি নোটবুকে আটকে রেখে লিখে রাখেন, “এই প্রথম কম্পিউটারে আসল বাগ ধরা পড়ল।” তখন থেকেই “কম্পিউটার বাগ” কথাটি মজারভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

তবে এর অনেক আগেই, ১৮৭০-এর দশক থেকে প্রকৌশলীরা যন্ত্রে ছোটখাটো ত্রুটিকে "বাগ" বলতেন। এমনকি বিখ্যাত উদ্ভাবক টমাস এডিসন-ও তার কাজের ভুল বা সমস্যাকে "বাগ" বলতেন।

এই বিখ্যাত ঘটনাটি যদিও সরাসরি গ্রেস হপার নামে এক গণিতবিদের নয়, তিনি এবং তার টিমই এই শব্দগুলো— “বাগ” ও “ডিবাগ” প্রযুক্তি দুনিয়ায় ছড়িয়ে দেন। গ্রেস হপার পরে মার্কিন নৌবাহিনীতে উঁচু পদে আসীন হন এবং কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা গঠনে বড় ভূমিকা রাখেন।

আজও সেই আসল মথটি যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান জাদুঘরে সংরক্ষিত আছে। এটি শুধু একটি পোকা নয়, কম্পিউটার ইতিহাসের একটি মজার স্মৃতি।

এম.কে.

×