ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরিকৃত কনটেন্ট শনাক্তকারী সেরা ৪ ফ্রি টুল

প্রকাশিত: ২০:২৮, ১০ জুলাই ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরিকৃত কনটেন্ট শনাক্তকারী সেরা ৪ ফ্রি টুল

ছবি: সংগৃহীত

শিক্ষার্থী, শিক্ষক, লেখক ও কনটেন্ট নির্মাতাদের জন্য এআই চেকার বা কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী টুল এখন এক অপরিহার্য প্রযুক্তি হয়ে উঠেছে। এ ধরনের টুল ব্যবহার করে সহজেই বোঝা যায়, কোনো লেখা মানুষের লেখা, নাকি এটি তৈরি হয়েছে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টুল দিয়ে।

বিশেষজ্ঞদের মতে, একাধিক টুল একসঙ্গে ব্যবহার করলে ফলাফল আরও নির্ভুল হয় এবং কনটেন্টের মানও নিশ্চিত করা সম্ভব। বর্তমানে নানা ঝুঁকি মোকাবেলায় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এআই শনাক্তকরণ টুল ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে।

এ প্রতিবেদনে তুলে ধরা হলো ২০২৫ সালের জন্য কিছু সেরা ও বিনামূল্যের এআই চেকার টুল, যেগুলো অনলাইনে সহজেই ব্যবহার করা যায়।

অনলাইন এআই চেকার ব্যবহারের উপকারিতা

  • লেখার গুণগত মান রক্ষা করা
  • শিক্ষার্থীদের পরীক্ষা ও নোট যাচাই
  • লেখায় অনুলিপি (প্ল্যাজিয়ারিজম) শনাক্ত
  • মানবিক সৃষ্টিশীলতার মান বাড়ানো

শিক্ষাপ্রতিষ্ঠান ও পেশাদার লেখকগণ নিয়মিত এআই কনটেন্ট শনাক্তকরণ টুল ব্যবহার করছেন।

২০২৫ সালের জন্য সেরা কিছু বিনামূল্যের এআই চেকার টুল

Writer AI Content Detector

এই টুলটি লেখায় এআই প্রভাব কতটুকু, তা স্কোর আকারে দেখায়। এটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং লেখাটি কপি-পেস্ট করতে হয়।

ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, লেখক ও শিক্ষার্থীদের জন্য এটি উপযোগী। ইন্টারফেস পরিচ্ছন্ন ও ব্যবহারবান্ধব।

Smodin

স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উপযোগী এই টুলটি খুব দ্রুত প্ল্যাজিয়ারিজম ও এআই শনাক্ত করতে পারে।

বিনামূল্যে দিনে ৫ বার পর্যন্ত স্ক্যান করার সুযোগ রয়েছে। প্রিমিয়াম সংস্করণে আরও উন্নত সুবিধা মেলে।

GPTZero

ব্লগার, কনটেন্ট রাইটার ও এসইও বিশেষজ্ঞদের মাঝে অত্যন্ত জনপ্রিয় টুল।

এই টুলের মাধ্যমে যেকোনো লেখার মধ্যে থাকা কৃত্রিম উপাদান বা নকল অংশ রঙিন করে হাইলাইট করে দেখায়। এটি গুগল ডকস, মাইক্রোসফট ওয়ার্ডসহ জনপ্রিয় প্ল্যাটফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

Copyleaks

লেখালেখির শুরুর পর্যায়ের শিক্ষার্থী ও লেখকদের জন্য উপযোগী সরল ও কার্যকর একটি টুল।

কোন কনটেন্ট ওয়েবসাইট থেকে বাদ দিতে হবে তা সহজেই চিহ্নিত করা যায়। সহজ ইন্টারফেস থাকায় সব বয়সের ব্যবহারকারী এটি চালাতে পারেন।

ডিজিটাল কনটেন্টের মান ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে এআই চেকার টুল এখন অপরিহার্য হয়ে উঠেছে। এসইও বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ লেখকরাও এখন এসব টুল ব্যবহার করে নিশ্চিত হচ্ছেন, লেখাটি সম্পূর্ণ মানবসৃষ্ট কিনা।

একসাথে প্ল্যাজিয়ারিজম ও এআই বিশ্লেষণ করার ফলে এসব টুল হয়ে উঠেছে কনটেন্ট যাচাইয়ের এক সমন্বিত সমাধান। আগামী দিনে এসব টুল ব্যবহারে দক্ষতা অর্জন করা ডিজিটাল প্রকাশনার মান রক্ষা ও পাঠকের আস্থা অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।

 

সূত্র: https://www.analyticsinsight.net/artificial-intelligence/best-free-ai-checker-online-gptzero-to-copyleaks

 

রাকিব

×