ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইউটিউবের নতুন মনিটাইজেশন নীতি: কী বদলাচ্ছে, কী থাকছে আগের মতো?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ১০ জুলাই ২০২৫

ইউটিউবের নতুন মনিটাইজেশন নীতি: কী বদলাচ্ছে, কী থাকছে আগের মতো?

ছবি: সংগৃহীত

YouTube তাদের Partner Program (YPP)-এর নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা ১৫ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে। মূল উদ্দেশ্য হলো নকল, রোবটনির্ভর ও পুনর্ব্যবহৃত ভিডিওর রমরমা বন্ধ করে মূলবান কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া।

নতুন আপডেটের মূল লক্ষ্য "mass-produced, repetitive" কনটেন্ট। অর্থাৎ, যারা অন্যের ভিডিওর অংশ জুড়ে দিয়ে নিজের ভিডিও বানায় বা শুধুই টেক্সট-টু-স্পিচ বা AI দিয়ে তৈরি ভিডিও আপলোড করে তাদের মনিটাইজেশন ঝুঁকিতে পড়বে।

যেসব ভিডিও ঝুঁকিতে:

  • কনটেন্টে নিজস্ব মূল্য সংযোজন না থাকা রিঅ্যাকশন ভিডিও
  • AI বা টেক্সট-টু-স্পিচ নির্ভর ভিডিও
  • অন্যের ভিডিওর ক্লিপ জুড়ে বানানো টিউটোরিয়াল বা কম্পাইলেশন
  • মুখহীন বা "ফেসলেস" কনটেন্ট

তবে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি কনটেন্টে নিজের ভ্যালু অ্যাড করেন, তবেই আপনি নিরাপদ।

মূল যোগ্যতার শর্তগুলো ঠিক আগের মতোই থাকছে:

  • ন্যূনতম ১,০০০ সাবস্ক্রাইবার
  • অথবা গত ১২ মাসে ৪,০০০ ঘণ্টা পাবলিক ওয়াচটাইম
  • অথবা গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ
  • রিঅ্যাকশন, ক্লিপ বা কম্পাইলেশন চ্যানেল বন্ধ হচ্ছে না, তবে কনটেন্টে ব্যক্তিগত মন্তব্য, ব্যাখ্যা বা ব্যতিক্রমী কিছু থাকতে হবে।

YouTube-এর ক্রিয়েটর লিয়াজোঁ রেনে রিচি বলেন, "এই আপডেটটি মূলত পুরনো নীতিরই পরিপূর্ণতা। আমরা কেবল বুঝতে চাই, কোনো চ্যানেল AI-র ওপর একচেটিয়া নির্ভর করছে কিনা, কনটেন্ট পুনরাবৃত্তি হচ্ছে কিনা, বা মূল্য সংযোজনহীন কিনা।"

গত কয়েক বছরে ইউটিউবে AI-নির্ভর, রোবট-চালিত, মুখহীন চ্যানেলের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে, যারা গুণগত মানের চেয়ে ভলিউমে গুরুত্ব দিচ্ছে। এতে YouTube-এর বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়ে।

নতুন নীতি YouTube-কে ফিরিয়ে নিতে চায় এমন আসল, বিশ্বস্ত ও প্যাশনেট ক্রিয়েটরদের যুগে, যারা কনটেন্টে সময়, শ্রম ও মন দিয়ে কাজ করেন।

মুমু ২

×