ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জিমেইলে বড়সড় পরিবর্তন: এক ক্লিকেই মেইল সাবস্ক্রিপশন থেকে মুক্তি!

প্রকাশিত: ২১:০১, ৯ জুলাই ২০২৫

জিমেইলে বড়সড় পরিবর্তন: এক ক্লিকেই মেইল সাবস্ক্রিপশন থেকে মুক্তি!

ছবিঃ সংগৃহীত

দিনের পর দিন ইনবক্স ভরে যাচ্ছে নানা রকম সাবস্ক্রিপশন ইমেইলে? হয়তো কোনো দিন একবার একটা অনলাইন শপে অর্ডার করেছিলেন, এখন তাদের প্রোমোশনাল মেইল নিয়ম করে আসছে। বা হয়তো একটা ব্লগের নিউজলেটার সাবস্ক্রাইব করেছিলেন, এখন আর পড়েন না, কিন্তু মেইল আসা থেমে নেই। এমন পরিস্থিতি আমাদের অনেকেরই পরিচিত।

এই সমস্যার সমাধান আনছে গুগল। সম্প্রতি তারা জিমেইলে এক নতুন ফিচার এনেছে — ‘Manage Subscriptions’ — যা দিয়ে আপনি খুব সহজে, এক ক্লিকেই যেকোনো অপ্রয়োজনীয় মেইল সাবস্ক্রিপশন থেকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্টের পরিচালক ক্রিস ডোয়ান জানান, “প্রতিদিনের অফার, পুরনো ব্লগের নিউজলেটার, এমনকি যেসব দোকানে বহু বছর কেনাকাটা করিনি, সেখান থেকেও নিয়মিত মেইল আসতে থাকে। এতে আমাদের ইনবক্স গুলিয়ে যায়। এখন এই নতুন ফিচার দিয়ে আপনি সহজেই কোন মেইল রাখতে চান, আর কোনটা বাদ দিতে চান — তা এক জায়গা থেকেই ঠিক করে ফেলতে পারবেন।”

এই নতুন টুলটি এখন জিমেইলের ওয়েব ভার্সনে চালু হয়েছে। আর চলতি মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে আপডেটটি চলে আসবে।

শুধু ইনবক্স পরিষ্কার নয়, স্ক্যাম থেকেও সুরক্ষা
গুগল এখানেই থেমে থাকেনি। তারা এবার এআই ব্যবহার করে স্ক্যাম ইমেইল ধরার ব্যবস্থাও চালু করেছে, যা এখন পর্যন্ত প্রায় ৩৫% সময় সফলভাবে স্ক্যাম মেইল ব্লক করতে পারছে।

এদিকে, নিরাপত্তা গবেষকরা জানান, সাম্প্রতিক সময়ে স্ক্যাম ইমেইলের পরিমাণ বেড়েছে। বিশেষ করে অ্যামাজন প্রাইম ডে সামনে রেখে অনেকেই ভুয়া মেইল পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে আপনার অ্যাকাউন্ট বা পেমেন্ট তথ্য আপডেট করতে।

অ্যামাজন এ নিয়ে একটি সতর্কবার্তায় জানিয়েছে, “আমরা লক্ষ্য করেছি, অনেকেই ভুয়া ইমেইল পাচ্ছেন যেখানে বলা হচ্ছে প্রাইম মেম্বারশিপ রিনিউ করতে হবে। দয়া করে এই ধরনের লিংকে ক্লিক করবেন না। স্ক্যামাররা এসব ভুয়া সাইট দিয়ে আপনার লগইন ও ব্যাংক তথ্য হাতিয়ে নিতে পারে।”

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নরডভিপিএন বলছে, এখন পর্যন্ত অ্যামাজনের নামে ১ লাখ ২০ হাজারের বেশি ভুয়া ওয়েবসাইট খুঁজে পাওয়া গেছে, যেগুলোর লক্ষ্য একটাই — গ্রাহকের তথ্য চুরি করা।

তাহলে কী করবেন আপনি?

  • এখনই আপনার জিমেইল খুলে ‘Manage Subscriptions’ অপশনটি ব্যবহার করে অপ্রয়োজনীয় মেইলগুলোর ঝামেলা থেকে মুক্তি পান।
  • কোনো অজানা বা সন্দেহজনক ইমেইল পেলে কখনোই তাতে থাকা লিংকে ক্লিক করবেন না।
  • নিজের ইমেইল ও পাসওয়ার্ড তথ্য নিরাপদ রাখুন।
 

মারিয়া

×