ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নরমাল চার্জারেই ফাস্ট চার্জিং পাবেন—এই ৩টি সেটিংস অন করলেই চলবে

প্রকাশিত: ১৮:০৯, ৯ জুলাই ২০২৫

নরমাল চার্জারেই ফাস্ট চার্জিং পাবেন—এই ৩টি সেটিংস অন করলেই চলবে

ছবিঃ সংগৃহীত

স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম বড় এক সমস্যা হলো চার্জ নিয়ে দুশ্চিন্তা। বিশেষ করে যারা নরমাল চার্জার ব্যবহার করেন, তারা অনেক সময় ফাস্ট চার্জিং না পেয়ে বিরক্ত হয়ে পড়েন। তবে সুখবর হলো—মাত্র কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করলেই আপনি আপনার নরমাল চার্জার দিয়েই পেতে পারেন ফাস্ট চার্জিংয়ের মতো অভিজ্ঞতা।

বিশেষজ্ঞদের মতে, নিচের তিনটি সেটিংস অন করলেই আপনার ফোন আগের তুলনায় অনেক দ্রুত চার্জ হবে:

১. এয়ারপ্লেন মোড চালু করুন

চার্জ দেওয়ার আগে ফোনটি এয়ারপ্লেন মোডে নিয়ে নিন। এতে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই ও ব্লুটুথসহ সব ধরনের রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায়, ফলে ব্যাটারির ওপর চাপ কমে এবং চার্জ দ্রুত হয়।

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিস্ট্রিকশন দিন

অনেক সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপস চালু থাকে, যা চার্জিংয়ে ব্যাঘাত ঘটায়। সেটিংসে গিয়ে ব্যাটারি অপশন থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপস রিস্ট্রিক্ট করে দিন। এতে ব্যাটারি দ্রুত চার্জ হবে এবং অতিরিক্ত পাওয়ার খরচ হবে না।

৩. স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দিন বা ফোনটি বন্ধ রাখুন

স্ক্রিন ব্রাইটনেস বেশি থাকলে ব্যাটারি দ্রুত খরচ হয়। চার্জিংয়ের সময় ব্রাইটনেস কমিয়ে দিন কিংবা ফোনটি সম্পূর্ণভাবে বন্ধ করে চার্জে দিন—এতে ফল মিলবে দ্রুত ফাস্ট চার্জের মতো।

এই কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলেই, আপনাকে আর দামি চার্জার বা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারের জন্য চিন্তা করতে হবে না। সঠিকভাবে ফোন ব্যবহারে যেমন ব্যাটারি টিকে বেশি, তেমনি চার্জিংও হয় দ্রুত।

স্মার্ট ব্যবহারেই স্মার্টফোনে মিলবে সেরা পারফরম্যান্স!

ইমরান

×