ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন: যা না থাকলে বন্ধ হবে ইউটিউব ইনকাম

প্রকাশিত: ১৭:৫৪, ৯ জুলাই ২০২৫

ইউটিউব মনিটাইজেশনে বড় পরিবর্তন: যা না থাকলে বন্ধ হবে ইউটিউব ইনকাম

ছবি: সংগৃহীত

বর্তমানে ইউটিউব তরুণদের আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিণত হয়েছে। বিশেষ করে ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে এবার ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য আনছে নতুন কড়াকড়ি।

 

 

আগামী ১৫ জুলাই ২০২৫ থেকে কার্যকর হচ্ছে নতুন নীতিমালা
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ইউটিউব তাদের পার্টনার প্রোগ্রামের (YPP) আওতায় মনিটাইজেশন নীতিমালায় বড় পরিবর্তন আনছে, যা কার্যকর হবে আগামী ১৫ জুলাই ২০২৫ থেকে।

নতুন নিয়ম অনুযায়ী, 'mass-produced' (গুচ্ছভাবে তৈরি), 'repetitious' (বারবার একরকম), এবং 'inauthentic' (অপ্রামাণিক বা নকল) ভিডিওগুলো আর বিজ্ঞাপন আয়ের উপযুক্ত হিসেবে বিবেচিত হবে না। অর্থাৎ, এই ধরনের কনটেন্ট থেকে নির্মাতারা কোনো রেভিনিউ পাবেন না।

নকল বা কম পরিশ্রমে তৈরি ভিডিওর বিরুদ্ধে অবস্থান
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের লক্ষ্য এমন নির্মাতাদের নিরুৎসাহিত করা, যারা খুব কম পরিশ্রমে, মৌলিকতা ছাড়াই ভিডিও তৈরি করছেন। বিশেষ করে যারা এআই টুল, টেমপ্লেট বা অন্যের ভিডিও সামান্য এডিট করে আপলোড করেন, তাদের কনটেন্ট এবার মনিটাইজড হবে না।

এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে,

“আমরা সবসময়ই আমাদের পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের কাছ থেকে আসল এবং মানসম্মত কনটেন্ট প্রত্যাশা করি। নতুন গাইডলাইন অনুযায়ী, এই ধরনের গুচ্ছ এবং পুনরাবৃত্ত কনটেন্ট শনাক্ত করে সেগুলো মনিটাইজেশন থেকে বাদ দেওয়া হবে।”


যদিও ইউটিউব এখনো আনুষ্ঠানিকভাবে কোন কোন কনটেন্ট নিষিদ্ধ হবে তা নির্দিষ্ট করে বলেনি, তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নিচের ধরনগুলোর ওপর বেশি নজরদারি থাকবে—

* এআই দিয়ে তৈরি করা ভিডিও
* টেমপ্লেট ব্যবহার করে গুচ্ছভাবে বানানো কনটেন্ট
* এক রকম ভিডিও বারবার আপলোড
* অন্যের ভিডিও সামান্য পরিবর্তন করে প্রকাশ


এই নতুন নীতিমালার মাধ্যমে ইউটিউব একদিকে যেমন দর্শকদের মানসম্মত কনটেন্ট নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে কনটেন্ট নির্মাতাদেরকেও উৎসাহ দিচ্ছে সৃজনশীল এবং মৌলিক কাজের প্রতি। অর্থাৎ, যারা আসল এবং নতুন আইডিয়ায় ভিডিও তৈরি করছেন, তাদের জন্যই ইউটিউবে আয়ের পথ আরও সুগম হবে।

তরুণ প্রজন্মের যারা ইউটিউবকে পেশা হিসেবে নিতে চান, তাদের এখন থেকে আরও সচেতন হয়ে, মৌলিক ও সৃজনশীল কনটেন্ট তৈরিতে মনোযোগী হওয়া জরুরি।

ছামিয়া

×