ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হোয়াটসঅ্যাপে নতুন ফাঁদ: আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে ম্যালওয়্যার

প্রকাশিত: ০১:৪৭, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৫০, ২৯ এপ্রিল ২০২৫

হোয়াটসঅ্যাপে নতুন ফাঁদ: আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে ম্যালওয়্যার

ছবি: সংগৃহীত।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে বড় ধরনের সাইবার হুমকি তৈরি হয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম জানিয়েছে, ‘ফ্যাটবয় প্যানেল’ নামের একটি ম্যালওয়্যার ইতোমধ্যে প্রায় আড়াই কোটি স্মার্টফোনে ছড়িয়ে পড়েছে।

প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা বা ব্যাংক প্রতিনিধির ছদ্মবেশে পরিচয় দিয়ে ব্যবহারকারীদের কাছে ভুয়া লিংক পাঠাচ্ছে। লিংকে ক্লিক করলে একটি এপিকে (APK) ফাইল ডাউনলোড হয় এবং ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে। একবার ইনস্টল হয়ে গেলে এটি ফোনের নিয়ন্ত্রণ নেয়, ওটিপি সংগ্রহ করে এবং গোপনে আর্থিক লেনদেন শুরু করে।

জিম্পেরিয়াম জানায়, ম্যালওয়্যারটি ইনস্টল হওয়ার পর নিজস্ব আইকন লুকিয়ে ফেলে এবং গুগল প্লে প্রোটেক্টের মতো নিরাপত্তা সেবা বন্ধ করে দেয়, ফলে ব্যবহারকারীরা সহজে ম্যালওয়্যার শনাক্ত করতে পারেন না। অপরাধীরা একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে দূর থেকে বহু স্মার্টফোন নিয়ন্ত্রণ করে।

বিশেষজ্ঞদের পরামর্শ:

  • অপরিচিত লিংক থেকে কোনো অ্যাপ ডাউনলোড বা এপিকে ফাইল ইনস্টল করা যাবে না।

  • সব সময় গুগল প্লে প্রোটেক্ট সক্রিয় রাখতে হবে।

  • অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সীমিত রাখতে হবে।

  • কোন অ্যাপ খুদে বার্তা, কল লগ বা গ্যালারির তথ্য ব্যবহার করছে তা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে।

জিম্পেরিয়ামের প্রধান বিজ্ঞানী নিকো কিয়ারাভিগলিও বলেন, ‘‘অনেক ব্যবহারকারী এখনো প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোডের ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সচেতন নন। সামান্য অসতর্কতায় বড় ধরনের সাইবার বিপদ ডেকে আনা সম্ভব।’’

বিশেষজ্ঞরা মনে করছেন, সামান্য সচেতনতাই ব্যবহারকারীদের বড় ধরনের সাইবার ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার