ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

চ্যাটজিপিটি পাওয়ারড টিম প্রিমিয়াম উন্মোচন করেছে মাইক্রোসফট

প্রকাশিত: ১৪:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩

চ্যাটজিপিটি পাওয়ারড টিম প্রিমিয়াম উন্মোচন করেছে মাইক্রোসফট

টিমস অ্যাপ: ছবি: ইন্টারনেট থেকে

চ্যাটজিপিটির মাধ্যমে বুধবার একটি প্রিমিয়াম টিম মেসেজিং অফার উন্মোচন করেছে মাইক্রোসফট কর্প। যা সিলিকন ভ্যালিতে ঝড় তুলেছে। 

মাইক্রোসফট জানিয়েছে, প্রিমিয়াম পরিষেবাটি পেতে জুন মাসে মাসে খরচ করতে হবে ৭ ডলার। জুলাই মাসে তা ১০ ডলারে উন্নীত হবে।

ওপেনএআইয়ের মালিকানাধীন চ্যাটজিপিটি স্বয়ংক্রিয়ভাবে মিটিং নোটও তৈরি করে দিবে। কাজেরও সুপারিশ করবে। এছাড়া ব্যবহারকারীদের জন্য মিটিং টেমপ্লেট তৈরি করতেও সহায়তা করবে।

মাইক্রোসফট এই মাসের শুরুতে ঘোষণা দিয়েছিল, ওপেনএআইতে বহু-বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তাদের সমস্ত পণ্যে চ্যাটজিপিটি প্রযুক্তি যুক্ত করবে। প্রতিদ্বন্দ্বী অ্যালফাবেট ইনকর্পোরেটেড গুগলের সঙ্গেও প্রতিযোগিতা করবে।

চ্যাটবট গদ্য বা কবিতা তৈরি করতে পার। যার অগ্রভাগে রয়েছে জেনারেটিভ এআই।  যেখানে আরও বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি তাদের সংস্থানগুলিকে কাজে লাগাচ্ছে৷

বুধবার এক ঘোষণায় জানিয়েছে, চ্যাটজিপিটি পরিকল্পনা করছে যে ,প্রতি মাসে ২০ হাজার সাবস্ক্রিপশন করবে। যা গ্রাহকরা দ্রুত রেসপন্স করতে পারবে। একই সঙ্গে নতুন ফিচারওগুলোরও উন্নয়ন করা হবে। যার অ্যাকসেস পেতে সহজ হবে।

সূত্র: এনডিটিভি

এসআর

×